মঙ্গলবার, ১৯ মার্চ, ২০১৯, ১১:২৮:০৬

৩ বছরের মুকাদ মনে করেছিল ভিডিও গেম চলছে

৩ বছরের মুকাদ মনে করেছিল ভিডিও গেম চলছে

আন্তর্জাতিক ডেস্ক: নিউজিল্যান্ডের আল নূর মসজিদ থেকে যখন মুকাদ ইব্রাহিমকে বের করা হয় তখনও তার পায়ে ছিল ছোট ছোট সাদা মোজা, যেগুলো পরলে বাচ্চারা হোঁচট খায় না। শুক্রবার নিউজিল্যান্ডের মসজিদে সন্ত্রাসী হামলায় নিহতদের মধ্যে সবচেয়ে কমবয়সী মুকাদ (৩)। হামলার পর অ্যাম্বুলেন্সে তোলার সময় তার বড় বড় হাস্যোজ্জ্বল চোখ দুটি ছিল বন্ধ। খবর ওয়াশিংটন পোস্টের। 

ইব্রাহিম ছিল প্রাণচঞ্চল। খেলাধুলায় আগ্রহী আর খুব হাসতে পছন্দ করত বলে জানায় তার ভাই আবদি। ফেসবুকে সে লেখে, ‘আমরা খুব মিস করব ভাই’।
মুকাদের মৃত্যুতে শোকাহত হয়েছে স্থানীয়রাও। মোহাম্মদ হাসান নামের স্থানীয় সোমালি জনগোষ্ঠীর এক সদস্য বলেন, ‘ও বড় হলে ব্রিলিয়ান্ট একজন ডাক্তার হতে পারত বা প্রধানমন্ত্রী।

মুকাদের বাবা আদান ইব্রাহিম তাকে জুমার নামাজের জন্য মসজিদে নিয়ে যান। কিন্তু খুতবা শুরু হওয়ার ১০ মিনিটের মাথায় যখন বন্দুকধারী হামলা চালায় এবং বৃষ্টির মতো গুলি করতে শুরু করে, তখন মুকাদ মনে করে এটা বোধহয় কোনো ভিডিও গেম, যেগুলো ওর ভাই খেলতে পছন্দ করে।
আর এজন্য ও বন্দুকধারীর দিকেই ছুটে যায় বলে জানায় হাসান। গোলমালের মধ্যে ওর বাবা আর ভাই ছুটে যায় ভিন্ন ভিন্ন দিকে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে