মঙ্গলবার, ১৯ মার্চ, ২০১৯, ০৫:৫০:৪৫

সালাম দিয়ে সংসদ অধিবেশনে বক্তব্য শুরু করলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী

সালাম দিয়ে সংসদ অধিবেশনে বক্তব্য শুরু করলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক : দুই মসজিদের নৃশংস হত্যাকেন্ডর পর নিউজিল্যান্ডের সংসদে প্রথম অধিবেশন শুরু হয়েছে। এতে দেশটির প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্ডের্ন আসসালামু আলাইকুল বলে বক্তব্য শুরু করেছেন।

এ সময় ক্রাইস্টচার্চের আল-নূর ও লিনউদ মসজিদে হামলাকারীকে আইনের পুরো সাজা ভোগ করতে হবে বলে জানিয়েছেন তিনি। খবর এক্সপ্রেস ট্রিবিউনের।

পার্লামেন্টের বিশেষ অধিবেশনে অংশ নিয়ে এসব কথা বলেন জেসিন্ডা। মসজিদে হামলায় হতাহতদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাতে গিয়ে পার্লামেন্টের স্পিকারকে সম্বোধন করে জেসিন্ডা বলেন, আসসালামু আলাইকুম। (আপনার ওপর শান্তি বির্ষত হোক)।

এর আগে দেশটির দক্ষিণাঞ্চলের ক্রাইস্টচার্চের দুই মসজিদের হতাহতদের শ্রদ্ধা জানাতে ওয়েলিংটনে এক সমাবেশে অংশ নেন তিনি। সেখানে মসজিদে হত্যাযজ্ঞের চারদিন পর ওই অনুষ্ঠানে তিনি উপস্থিত জনসাধারণকে উদ্দেশ্য করে বলেন, আমি আপনাদের অনুরোধ করছি, যারা প্রাণ হারিয়েছেন আপনারা তাদের কথা বলুন। কিন্তু যে প্রাণ কেড়ে নিয়েছে তার নাম নেয়া থেকে বিরত থাকুন।

প্রসঙ্গত, গত শুক্রবার অস্ট্রেলীয় শ্বেতাঙ্গ ডানপন্থী ব্রেন্টন ট্যারেন্ট নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে আধা সয়ংক্রিয় রাইফেল দিয়ে হামলা চালায়। এতে ৫০ নিহত হয়েছেন। এ হামলায় অর্ধশতাধিক আহত হয়েছেন। এর মধ্যে পাঁচজন বাংলাদেশি নিহত হয়েছেন।

এ হামলায় সারা বিশ্ব নিন্দা জানায়। তবে হামলাকারী সাজা নিয়েও গবেষণা চালাচ্ছেন বিশেষজ্ঞরা। তরা বলছেন, টেরেন্টের বিরুদ্ধে অভিযোগ খুবই মারাত্মক। তাকে কঠোর সাজা দিতে পারেন বিচারক। দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দেশটিতে ১৯৬১ সালে মৃত্যুদণ্ড আইন বাতিল করা হয়েছে।

ফৌজদারি আইনজীবী সিমন কুলেন বলেন, কোনো প্যারোল ছাড়াই তাকে যাবজ্জীবন সাজা দেয়া হতে পারে। এমন সম্ভাবনাই সবচেয়ে বেশি। আর এমন সাজা দেয়া হলে তা হবে নজিরবিহীন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে