বুধবার, ২০ মার্চ, ২০১৯, ০১:৩৯:৩৬

সব ধর্মকেই সম্মান করে পশ্চিমবঙ্গ: মমতা ব্যানার্জী

সব ধর্মকেই সম্মান করে পশ্চিমবঙ্গ: মমতা ব্যানার্জী

আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিমবঙ্গে সব ধর্মের মানুষের অনুষ্ঠান পালনের অধিকার আছে। বাংলা সবাইকে আপন করে নিতে জানে বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস প্রধান মমতা ব্যানার্জী। 

মারোয়ারি অ্যাসোসিয়েশনের হোলি উৎসবে যোগ দিয়ে এ সম্প্রীতির কথা ব্যক্ত করেন মমতা। লোকসভা ভোটের আগে কলকাতা ও শহরতলির অবাঙালি মানুষদের উদ্দেশে এসব কথা বলেন মমতা।

তিনি বলেন, 'কেউ যদি বারণ করে কারও সঙ্গে মিশতে-বসতে-খেতে, শুনবেন না। বাংলা সেই পথে চলে না। কোনো রকম অশান্তিতে কেউ জড়াবেন না।'

তবে এদিন খুব একটা রাজনৈতিক বক্তব্য দেননি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। বলেন, 'এখানে সব ধর্মের সব অনুষ্ঠান হয়ে থাকে। এবং তা শান্তিতেই হয়। কিন্তু এখন দিল্লি থেকে কিছু লোক এসে বাংলার বদনাম করছে।'

তিনি বলেন, 'আমার বা এই রাজ্যের মানুষের সাম্প্রদায়িক সম্প্রীতির অর্থ জানার জন্য বিদ্বেষের রাজনীতি করা বিজেপির কাছে যেতে হবে না। কয়েকজন আমার ধর্ম নিয়ে প্রশ্ন তুলছেন। আমি তাদের জানাই, আমার ধর্ম হলো মানবতা। আর ধর্ম নিয়ে অন্য কেউ জ্ঞান দিলে তা আমি শুনব না। '

এ সময় হোলি উৎসবে নানা ধরনের প্ররোচনা যে আসবে, তা নিয়ে সতর্কও করে দেন মমতা। তিনি বলেন, 'অনেকেই চাইবেন এটা। কিন্তু আপনারা রক্তের হোলি খেলবেন না, রঙের হোলি খেলুন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে