বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০১৯, ১২:২২:৫১

গণতন্ত্র বাঁচাতে পদত্যাগ করলেন কাজাখস্তানের প্রেসিডেন্ট

গণতন্ত্র বাঁচাতে পদত্যাগ করলেন কাজাখস্তানের প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক : গণতন্ত্র বাঁচাতে কাজাখস্তানের প্রেসিডেন্ট নুরসুলতান নাজারবায়েভ পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি ২৯ বছর ধরে দেশটির ক্ষমতায় ছিলেন।

দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন ভাষণে নুরসুলতান প্রেসিডেন্টের পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। ১৯৮৯ সাল থেকে দেশটির ক্ষমতায় রয়েছেন নুরসুলতান। 

টেলিভিশন ভাষণে নুরসুলতান নাজারবায়েভ জানিয়েছেন, তিনি দেশের অর্থনৈতিক ব্যবস্থাকে সংস্কার করে গণতান্ত্রিক পদ্ধতি বহাল রাখতে চান। এ কারণে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে