বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০১৯, ১২:৫৮:২৭

অস্তিত্ব সংকটে ভারতের জেট এয়ারওয়েজ

অস্তিত্ব সংকটে ভারতের জেট এয়ারওয়েজ

আন্তর্জাতিক ডেস্ক : অর্থাভাবে জর্জরিত ‘জেট এয়ারওয়েজ’ বিমান সংস্থার অস্তিত্ব বিপন্ন হয়ে উঠেছে। ভারতের বেসরকারি এই বিমান সংস্থাটি গত ডিসেম্বর থেকে পাইলট ও কর্মচারীদের পূর্ণ বেতন দিতে পারছে না। 

বেতন সংকট নিয়ে জেট এয়ারওয়েজের অভ্যন্তরীণ পাইলটদের সংগঠন ন্যাশনাল এভিয়েটরস গিল্ড নয়াদিল্লিতে মঙ্গলবার সভায় মিলিত হয়। সেখানে ৯০ মিনিট ধরে আলোচনার পর ঘোষণা করা হয় : ৩১ মার্চের মধ্যে বকেয়া বেতন দিতে হবে এবং সংকট মোচনের প্রক্রিয়া কী তা জানাতে হবে।

নইলে ১ এপ্রিল থেকে পাইলটরা এয়ারক্রাফট চালাবেন না। জেট এয়ারওয়েজ ১০০ কোটি ডলারেরও বেশি ঋণের দায় বহন করতে গিয়ে প্রায় পঙ্গু। এয়ারক্রাফট লিজদাতার পাওনা বিলম্বে মেটানোয় তারা লিজ চুক্তি বাতিল করছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে