বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০১৯, ০২:১৩:৪৪

যাত্রীসহ ইরানি বিমানে আগুন

যাত্রীসহ ইরানি বিমানে আগুন

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের রাজধানী তেহরানের মেহরাবাদ বিমানবন্দরে অবতরণের সময় দেশটির একটি যাত্রীবাহী বিমানে আগুন লাগে। বিমানটিতে শতাধিক যাত্রী ছিলেন বলে জানানো হয়।

স্থানীয় সময় মঙ্গলবার দেশটির বিমানবন্দরে বিমানটি অবতরণের সময় ল্যান্ডিং গিয়ার কাজ না করায় আগুনের সূত্রপাত হয়েছে বলে জানানো হয়। এ ঘটনায় যাত্রীদের কোনো ক্ষতি হয়নি বলে জানানো হয়।

ইরানের জরুরি সেবা বিভাগের প্রধান পীর হোসেইন কলিভেন্ট জানান, ল্যান্ডিং গিয়ার সঠিকভাবে কাজ না করায় বিমানটির নিয়ন্ত্রণ হারিয়ে যায়।

এদিকে প্রেস টিভির প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, বিমানটি যখন অবতরণ করছিল তখন পেছনে আগুন ও আগুনের কুণ্ডলীর ধোঁয়া উড়তে। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ফারসের প্রতিবেদনে জানানো হয়েছে, বিমানটি ছিল নেদারল্যান্ডসভিত্তিক বিমান তৈরিকারী প্রতিষ্ঠান ফোক্কারের। ফোক্কার-১০০ মডেলের ইরানের রাষ্ট্রীয় বিমান চলাচলকারী প্রতিষ্ঠান ইরান এয়ারের এই বিমানটি ইরানের একটি দ্বীপ থেকে রাজধানী শহর তেহরানে ফিরছিল।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে