রবিবার, ১৩ ডিসেম্বর, ২০১৫, ০৯:৩৫:২২

নওয়াজের কোর্টে ইমরানের বল!

নওয়াজের কোর্টে ইমরানের বল!

আন্তর্জাতিক ডেস্ক : আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমকে নিয়ে মুখ খুললেন পাকিস্তানের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ক্রিকেটার ইমরান খান। ব্যাটিং করে নওয়াজ শরীফের কোর্টে বল পাঠালেন পাকিস্তান তেহরিক-ই ইনসাফ পার্টির প্রধান। খোদ ভারত সফরে এসেই ভারতের মোস্ট ওয়ান্টেড দাউদ পাকিস্তানে রয়েছেন বলে ইঙ্গিত দিয়েছেন। ইমরানের এমন মন্তব্যে পাকিস্তানের প্রধানমন্ত্রীর অস্বস্তি বাড়বে বলে বিশ্লেষকদের মত। পিটিআই প্রধান ইমরানের কাছে ভারতের একটি সংবাদসংস্থা দাউদ ঠিক কোথায় আছেন জানতে চেয়েছিল। এর জবাবে তিনি এমন মন্তব্য করেন। বলেন, আমি সরকারে নেই। সুতরাং দাউদের হদিস জানি না। তবে এটুকু বলতে পারি, আমাদের দল পাকিস্তানের যে অঞ্চলে শাসন করে, সেই খাইবার পাখতুনখোয়ায় উনি নেই। দাউদ সম্পর্কে প্রশ্ন থাকলে শরিফ সরকারকে করা উচিত। তবে ইমরানের বক্তব্যের প্রতিক্রিয়ায় এখনো আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেয়নি নওয়াজ শরীফের সরকার। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, প্রতিপক্ষ শরীফের উদ্দেশ্যে ইমরানের এমন খোঁচা ভারতের পক্ষেও তাৎপর্যপূর্ণ। খাইবার পাখতুনখোয়ায় দাউদের উপস্থিতির কথা ইমরান অস্বীকার করলেও তিনি যে পাকিস্তানে নেই, এমন কথা বলেননি ইমরান। কূটনীতিকদের অভিমত, ইমরানের মতো একজন পাক রাজনীতিক ভারতে দাঁড়িয়ে ১৯৯৩ সালের মুম্বাই বিস্ফোরণ মামলার প্রধান অভিযুক্ত দাউদ প্রসঙ্গে যা বলেছেন তা শরীফ সরকারের ঘোষিত অবস্থানকেই প্রশ্নের মুখে ফেলে দিল। এদিকে নওয়াজ শরীফের সরকার বরাবরই দাউদের উপস্থিতির কথা অস্বীকার করে আসছে। ভারত সরকারও তার গতিবিধি সম্পর্কে নিশ্চিত নয়। তবে পাকিস্তনে থাকার সন্দেহ রয়েছে ভারতের। পাকিস্তানে দাউদের একাধিক ঠিকানার হদিস পেয়েছেন বলে দাবি করেছে ভারতীয় গোয়েন্দারা। বছর দুয়েক আগে করাচিতে বিলাবল ভুট্টোর বাড়ির কাছেও দাউদ সম্পত্তি কিনেছেন বলে জানিয়েছিলেন তারা। ৮ ডিসেম্বর পাকিস্তান সফরে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ দেশ দুটির মধ্যকার সম্পর্ক উন্নয়নের আভাস দিয়েছেন। দেশ দুটির মধ্যকার শান্তি আলোচনা শুরুর আভাসও দিয়েছেন তিনি। আগামী বছরের সেপ্টেম্বরে পাকিস্তানে অনুষ্ঠেয় ১৯তম সার্ক সম্মেলনে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যোগদানের কথা নিশ্চিত করা হয়েছে। ১৩ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে