শুক্রবার, ২২ মার্চ, ২০১৯, ০২:২৯:০৮

মুসলিমদের পক্ষ নেওয়ায় টুইটারে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি! পুলিশের তদন্ত শুরু

মুসলিমদের পক্ষ নেওয়ায় টুইটারে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি! পুলিশের তদন্ত শুরু

আন্তর্জাতিক ডেস্ক: মুসলিমদের পক্ষ নেওয়ায় টুইটারে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি! সাইলেন্সার লাগানো একটি পিস্তল যাতে সংযুক্ত করা রয়েছে অতিরিক্ত ম্যাগজিন এবং অস্ত্রটি একটি কাঠের টেবিলে রাখা, এমন একটি ছবি দিয়ে শিরোনাম দেয়া হয়েছে ‘নেক্সট ইটস ইউ’। ছবির নিচে ক্যাপশন লেখা ‘ইউ আর নেক্সট’। 

২০ মার্চ নিউজিল্যান্ডের স্থানীয় সময় দুপুর ১টা ৫৪ মিনিটে টুইটার থেকে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জ্যাসিন্ডা আরডের্ন এধরনের হত্যার হুমকি দেয়ার পর পুলিশ তদন্ত শুরু করেছে। পুলিশ বলছে একই ধরনের দুটি ছবি ভিন্ন শিরোনাম ও ক্যাপশনে পাঠানো হয়েছে। তবে হুমকিদাতার কোনো পরিচয় ওই টুইটার বার্তায় ছিল না।

একই দিন বিকেলে ৪৮ ঘন্টার কিছু পরে হুমকিদাতার টুইটার এ্যাকাউন্টটি স্থগিত করা হয়। এর আগে অনেকে এধরনের হুমকির তীব্র নিন্দা জানান এবং তারা সন্ত্রাসের বিরুদ্ধে প্রধানমন্ত্রী জ্যাসিন্ডা আরডের্ন’এর পাশে দাঁড়ানোর সংহতি প্রকাশ করেন। নিউজিল্যান্ড হেরাল্ডকে পুলিশ জানায়, হুমকিদাতার টুইটার এ্যাকাউন্টে ইসলাম বিদ্বেষি ও উগ্র শে^তাঙ্গ জাতীয়তাবাদী মতাদর্শের পক্ষে বেশ কিছু লেখা রয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে