শনিবার, ২৩ মার্চ, ২০১৯, ১২:৩২:৪৪

ইসরায়েলকে রক্ষার জন্যই ঈশ্বর ট্রাম্পকে পাঠিয়েছেন: পম্পেও

ইসরায়েলকে রক্ষার জন্যই ঈশ্বর ট্রাম্পকে পাঠিয়েছেন: পম্পেও

আন্তর্জাতিক ডেস্ক:  যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন, ইরানের হাত থেকে ইসরায়েলকে রক্ষার জন্যই হয়তো ঈশ্বর ট্রাম্পকে পাঠিয়েছেন। ইসরায়েল সফরকালে বৃহস্পতিবার খ্রিস্টান ব্রডকাস্টিং নেটওয়ার্ক-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেন।

মাইক পম্পেও বলেন, একজন খ্রিস্টান হিসেবে তার বিশ্বাস ইরানের হাত থেকে ইহুদিদের রক্ষায় ট্রাম্প সহায়তা করতে পারেন। ট্রাম্প প্রশাসনে এমন বক্তব্য অবশ্য নতুন নয়, গত জানুয়ারিতে একটি ধর্মীয় টেলিভিশনে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি সারাহ স্যান্ডার্স বলেছিলেন, ঈশ্বর চেয়েছিলেন ট্রাম্প যেন প্রেসিডেন্ট হন।

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স এবং সাবেক অ্যাটর্নি জেনারেল জেফ সেশন্স তাদের দাফতরিক ভাষণেও খ্রিস্টানদের ধর্মগ্রন্থ বাইবেল থেকে উদ্ধৃতি দেন।

হোয়াইট হাউসের গত ১০০ বছরের ইতিহাসে ট্রাম্প আমলেই প্রথমবারের মতো সেখানে একটি 'বাইবেল অধ্যয়ন চক্র' প্রতিষ্ঠিত হয়েছে। ওয়াশিংটন ডিসিতে একটি সম্মেলন কক্ষে প্রতি বুধবার বসে এই বাইবেল অধ্যয়ন চক্রের গোপন বৈঠক। বিশ্বের সবচেয়ে ক্ষমতাবান কিছু মানুষ এর সদস্য। সেখানে তারা ঈশ্বর সম্পর্কে আলোচনা করেন। এই বৈঠকটি কোথায় হয়, সেটি প্রকাশ করা নিষেধ। মার্কিন গোয়েন্দা দফতর চায় না এটি প্রকাশ পাক। তবে সদস্যরা জানেন, তাদের কোথায় যেতে হবে।

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স এর সদস্য। ট্রাম্পের মন্ত্রিসভার অন্তত ১০ জন প্রভাবশালী সদস্য অনেকে রয়েছেন এই অধ্যয়ন চক্রে। সবাই যে সব বৈঠকে থাকেন তা নয়। কারণ তারা সবাই ব্যস্ত মানুষ। কিন্তু যার যখন সময় হয় তখন হাজির হন সাপ্তাহিক বৈঠকে। প্রতিটি বৈঠক চলে এক থেকে দেড় ঘন্টা ধরে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে