শনিবার, ২৩ মার্চ, ২০১৯, ০৫:৩৩:১০

‘পাকিস্তানে যা’ বলেই হোলির দিনে মুসলিম পরিবারকে বেধড়ক মারধর

‘পাকিস্তানে যা’ বলেই হোলির দিনে মুসলিম পরিবারকে বেধড়ক মারধর

আন্তর্জাতিক ডেস্ক : হোলির দিন বাড়ির বাইরে ক্রিকেট খেলায় এক মুসলিম পরিবারকে বেধড়ক পেটালো একদল যুবক। তাড়া করে ঘরে ঢুকে, মাটিতে ফেলে, রীতিমতো লাঠি এবং রড দিয়ে রক্তাক্ত করে দেওয়া হল তাদের। এমনই অভিযোগ উঠেছে ভারতের হরিয়ানা রাজ্যে।

বৃহস্পতিবার বিকাল ৫টা নাগাদ গুরুগ্রামের ভূপ সিং নগরের ঘটনা। অভিযুক্তদের মধ্যে ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ভিডিও ফুটেজ দেখে বাকিদের সনাক্ত করার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

আক্রান্ত ওই পরিবারের অভিযোগ, তারা মুসলিম হওয়াতেই তাদের আক্রান্ত হতে হয়েছে। এমনকি মারধরের সময় তাদের পাকিস্তানে চলে যেতে বলে হুমকিও দেয় দুষ্কৃতীরা, অভিযোগ তাদের।

পুলিশ সূত্রে খবর, হোলির দিন ভূপ সিং নগরে বাড়ির কাছেই ক্রিকেট খেলছিলেন কয়েক জন যুবক।  ওই সময় মত্ত অবস্থায় ৩০ থেকে ৪০ জন দুষ্কৃতী আসে সেখানে। হোলির দিন কেন তারা ওখানে ক্রিকেট খেলছেন, এই প্রশ্ন তুলে ৩০ থেকে ৪০ জন তাদের সঙ্গে বাক বিতণ্ডায় জড়িয়ে পড়েন। 

এই নিয়ে কিছুক্ষণ কথা কাটাকাটি চলে দু’পক্ষের মধ্যে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে গেলে তাদের মারধর করতে শুরু করে দুষ্কৃতীরা। এমনি পাকিস্তানে চলে যাওয়ার হুমকিও দেওয়া হয় তাদের, জানান এক আক্রান্ত। 

ঘটনার সময় অন্য একটি ঘর থেকে পুরো ঘটনাটা মোবাইলে ভিডিও করেন এক ব্যক্তি। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিও এই ঘটনার তীব্র সমালোচনা করেছেন সাধারণ মানুষ। সেই ভিডিওতে দেখা গিয়েছে, এক মহিলা হাতজড়ো করে দুষ্কৃতীদের চলে যেতে অনুরোধ করছেন। কিন্তু তাতে বিন্দুমাত্র পাত্তা দিচ্ছে না দুষ্কৃতীদের কেউই।

গুরুগ্রামের এসিপি শামসের সিং বলেন, ‘বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে। আক্রান্তেরা সংখ্যালঘু সম্প্রদায়ের। তারা বাড়ির বাইরে ক্রিকেট খেলার সময়ই এই ঘটনা ঘটেছে। অভিযুক্তদের সনাক্ত করার চেষ্টা চলছে।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে