শনিবার, ২৩ মার্চ, ২০১৯, ১০:০৫:০০

পাকিস্তানকে প্রেমপত্র লেখা বন্ধ করুন: মোদিকে কংগ্রেস

পাকিস্তানকে প্রেমপত্র লেখা বন্ধ করুন: মোদিকে কংগ্রেস

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের জাতীয় দিবস উপলক্ষ্যে দেশটির প্রধানমন্ত্রী ইমরান খানকে শুভেচ্ছা বার্তা পাঠানোয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একহাত নিয়েছে ভারতের বিরোধী দল কংগ্রেস।

মোদিকে তার কথা স্মরণ করিয়ে দিয়ে কংগ্রেসের প্রধান মুখপাত্র রনদীপ সুরজেওয়ালা বলেন, পাকিস্তানকে প্রেমপত্র লেখা বন্ধ করুন। মোদি কেবল গণমাধ্যম ও নিজ নাগরিকদের উদ্দেশ্য করেই পেশিশক্তির রাজনীতি করছেন।

এর আগে এক টুইট বার্তায় ইমরান খান লিখেছেন, ভারতীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে বার্তা পেয়েছি। তিনি বলেন, জাতীয় দিবস উপলক্ষ্যে পাকিস্তানের জনগণকে শুভেচ্ছা ও শুভ কামনা জানিয়েছেন নরেন্দ্র মোদি।

ইমরান খান বলেন, গণতান্ত্রিক, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও সমৃদ্ধ অঞ্চল প্রতিষ্ঠায় উপমহাদেশের লোকজনের ঐক্যবদ্ধ হওয়ার সময় এখনই।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে