রবিবার, ২৪ মার্চ, ২০১৯, ০৮:৩৮:৪৬

ইসরায়েল লুটেরা রাষ্ট্র : মাহাথির মোহাম্মদ

ইসরায়েল লুটেরা রাষ্ট্র : মাহাথির মোহাম্মদ

আন্তর্জাতিক ডেস্কঃ ইসরায়েলকে লুটেরা রাষ্ট্র বলে মন্তব্য করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। তিনি বলেছেন, ইসরায়েল ছাড়া বিশ্বের সব দেশের সঙ্গে মালয়েশিয়ার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে।

পাকিস্তানে তিনদিনের সফর শেষে দেশে ফিরে যাওয়ার আগে স্থানীয় একটি টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে মাহাথির মোহাম্মদ এ মন্তব্য করেন। তিনি বলেন, আমরা ইহুদিদের বিরুদ্ধে নই, কিন্তু ফিলিস্তিনি ভূখণ্ড দখলের দায়ে ইসরায়েলকে আমরা রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে পারি না।

মাহাথির বলেন, আপনি অন্য দেশের ভূখণ্ড দখল করে একটি রাষ্ট্র গঠন করতে পারেন না। এটা লুটেরা রাষ্ট্রের কাজ। গোলান মালভূমিকে ইসরায়েলি ভূখণ্ড হিসেবে স্বীকৃতি দিতে এখনই উপযুক্ত সময় বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করার একদিন পর মালয়েশিয়ার এই প্রধানমন্ত্রী এসব কথা বললেন। ১৯৬৭ সাল থেকে গোলান মালভূমি দখল করে আছে ইসরায়েল।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে