রবিবার, ২৪ মার্চ, ২০১৯, ০৭:৫৭:২০

তেল ও প্রাকৃতিক গ্যাসের বিশাল ভান্ডারের সন্ধান মিলছে পাকিস্তানে : ইমরান

তেল ও প্রাকৃতিক গ্যাসের বিশাল ভান্ডারের সন্ধান মিলছে পাকিস্তানে : ইমরান

আন্তর্জাতিক ডেস্ক : আরব সাগরে তেল এবং প্রাকৃতিক গ্যাসের বিশাল ভান্ডারের সন্ধান মিলতে চলেছে পাকিস্তানে। এমন দাবি করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তার আশা, এই তেলের ভান্ডার জ্যাকপটের কাজ করবে ঋণের বোঝা এবং অর্থাভাবে ধুঁকতে থাকা পাকিস্তানের পক্ষে।

ইমরান খান বলেছেন, ‘‌এখন সমুদ্রের তীরে তেল খোঁজার কাজ চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। খুব দ্রুত আরব সাগরের মধ্যে আসল ভান্ডারের সন্ধান মিলতে পারে। কারণ যে কোম্পানি ওই খোঁড়াখুঁড়ির কাজ করছে তারা এই ব্যাপারে সদর্থক ইঙ্গিত দিয়েছে। এই তেলের ভান্ডার পেলে পাকিস্তানের ভাগ্য বদলে যাবে।’‌

ইতালির কোম্পানি এএনআই এবং মার্কিন কোম্পানি এক্সন মোবিল যৌথভাবে পাকিস্তানে আরব সাগরের তীরে তেলের খোঁজে দীর্ঘ দিন ধরেই খোঁড়াখুঁড়ি চালাচ্ছে। আপাতত তা শেষ পর্যায়ে এসে গেছে বলে কোম্পানির তরফে জানানো হয়েছে। যদিও সাগরের ভিতর তেল এবং প্রাকৃতিক গ্যাসের ভান্ডার সম্পর্কে দুটি কোম্পানির তরফেই কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।   

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে