রবিবার, ২৪ মার্চ, ২০১৯, ০৮:০৫:১৩

পাকিস্তান দিবসে যা বললেন এরদোগান

পাকিস্তান দিবসে যা বললেন এরদোগান

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তান দিবস উপলক্ষে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান বিশেষ বার্তা দিয়েছেন। তিনি পাকিস্তান দিবসে পাকিস্তানের সাথে সাথে নিজের দেশের পতাকাও শেয়ার করেন।

তিনি বলেছেন, আমার পক্ষ থেকে এবং তুর্কির জনগণের পক্ষ থেকে স্বাগত জানাই। পাকিস্তান দিবসে আমি অভিনন্দন জানাই ভ্রাতৃত্ব পাকিস্তানি ভাইদের।

এরদোগান নিজের টুইটার অ্যাকাউন্টে এসব বলেন। এ সময় তিনি পাকিস্তান ও তুরস্ক দুই দেশের পতাকা শেয়ার দেন।

১৯৪০ সালের ২৩ মার্চ পাকিস্তান দিবসটি মিনার-ই-পাকিস্তান লাহোরের অল-ইন্ডিয়া মুসলিম লীগের সভায় উত্থাপিত হয়। এতে উপমহাদেশের মুসলিম নেতারা মুসলমানদের জন্য পৃথক দেশের এজেন্ডা স্থাপন করেন। ১৯৫৬ সালের ২৩ মার্চ সংবিধানে এটি সংযুক্ত করা হয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে