রবিবার, ২৪ মার্চ, ২০১৯, ১০:০৭:৪৬

মুসলিম দেশগুলো ইসরাইলের বিরুদ্ধে কথা বলতে ভয় পায়: মাহাথির

মুসলিম দেশগুলো ইসরাইলের বিরুদ্ধে কথা বলতে ভয় পায়: মাহাথির

আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিমা বিশ্বের কারণে মুসলিম দেশগুলো ইসরাইলের বিরুদ্ধে কথা বলতে ভয় পায় বলে মন্তব্য করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মাদ।

তিনদিনের পাকিস্তান সফর শেষে নিজ দেশে ফেরার পথে নূর খান এয়ারভেসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন। এ খবর জানিয়েছে পাক-সংবাদ মাধ্যাম ডন।

ইসরাইল বিষয়ে মুসলিম দেশগুলো ভয়ে মুখ খুলে না অভিযোগ করে মাহাথির বলেন, পশ্চিমা বিশ্ব ইসরাইলকে সবধরনের সহযোগিতা করার কারণে মুসলিম দেশগুলো ইসরাইলের বিরুদ্ধে ভয়ে মুখ খুলে না। কারণ তাদের ধারণা, ইসরাইলের বিরুদ্ধে কোনো বক্তব্য দিলে পশ্চিমা দেশগুলো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।

পরনির্ভরতার কারণেই মুসলিম দেশগুলোর সক্ষমতা বাড়ছে না বলেও মন্তব্য করেন মাহাথির। তিনি বলেন, মুসলিম দেশগুলো সব বিষয়েই পশ্চিমাদের দ্বারস্থ হয়। নিজেদের সক্ষমতা অর্জনে তেমন তৎপরতা নেই। এজন্য তাদের অন্যায়গুলোর প্রতিবাদ মুসলিম দেশগুলো করতে পারে না। পশ্চিমারা যা শিখিয়ে দেয়, সেটিই তাদের বলতে হয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে