সোমবার, ১৪ ডিসেম্বর, ২০১৫, ০১:৪০:৫০

জেলখানায় বন্দি প্রধানমন্ত্রীর পোষা কুকুর

 জেলখানায় বন্দি প্রধানমন্ত্রীর পোষা কুকুর

আন্তর্জাতিক ডেস্ক : কুকুর কোন ব্যাক্তিকে কামড় দিলে কার শাস্তি জেল। মানুষের অপরাধের মত কুকুরের অপরারেধের এমই আইন রয়েছে ইজরাইলে। আর অপরাধের কারনে এই আইন থেকে বাদ যায়নি ইজরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানেইয়াহুর আদরের পোষা কুকুরটি। সম্প্রতি বিশিষ্ট দুই ব্যাক্তিকে কামড়ানোর অপরাধে বর্তমানে ইজরায়েলে একটি জেলখানায় স্থান পেয়েছে প্রধানমন্ত্রীর কুকুরটি। এই ঘটনায় তিনি দুঃখ প্রকাশ করে নিজে পুরো বিষয়টি ফেইসবুকে পোস্ট করেছেন। ফেসবুকে বেনজামিন জানিয়েছেন, শনিবার রাতে নিজের বাসভবনে একটি অনুষ্ঠানের আয়োজন করেছিলেন তিনি। পরিবারের সদস্য ছাড়াও সেই অনুষ্ঠানে ক্যাবিনেট মন্ত্রী, আইনজীবী সহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান চলাকালীন হঠাৎই তার পোষা কাইয়া সেখানে হাজির হয় এবং দু’জনের পায়ে কামড় বসায়। এই দু’জনের মধ্যে একজন আইনজীবী এবং অপরজন ক্যাবিনেট মন্ত্রীর স্বামী। এরপর দেশের আইন মেনে আদরের কাইয়াকে জেলে পাঠান বেনজামিন। ঘটনায় দুঃখ প্রকাশ করে তিনি আরো বলেছেন, “ইজরায়েলের আইন অনুযায়ী কোনও কুকুর যদি কাউকে কামড়ায়, তাহলে তাকে দশ দিন জেলের পিছনে কাটাতে হবে।’’ যদিও যুক্তি-বিজ্ঞানের সঙ্গে এই আইন বেমানান এবং কাইয়ার সমস্ত টীকা দেওয়া ছিল বলেও মন্তব্য করেন বেনজামিন। জানা গিয়েছে, গত বছরই একটি পশু সংরক্ষণ কেন্দ্র থেকে কাইয়াকে নিয়ে এসেছেন তিনি। ১৫, ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমইউ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে