সোমবার, ২৫ মার্চ, ২০১৯, ০৯:৫১:৪৬

এক শর্তে পরমাণু অস্ত্র পরিহারে প্রস্তুত পাকিস্তান

এক শর্তে পরমাণু অস্ত্র পরিহারে প্রস্তুত পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক : এক শর্তে পরমাণু অস্ত্র পরিহার করার পদক্ষেপ নেবে পাকিস্তান, তবে শর্ত হল, আগে ভারতকে পরমাণু অস্ত্র নিরস্ত্রীকরণে উদ্যোগ নিতে হবে। তবেই পাকিস্তান পরমাণু অস্ত্র পরিহারের পদক্ষেপ নেবে বলে জানিয়েছে পাক সেনাবাহিনীর মুখপাত্র আসিফ গফুর।

পরমাণু অস্ত্র নিরস্ত্রীকরণে ভারত উদ্যোগ নিলে একই পদক্ষেপ নেয়ার ঘোষণা দিয়েছে পাকিস্তান। রুশ বার্তা সংস্থা স্পুটনিক'কে দেয়া সাক্ষাৎকারে পাক সেনাবাহিনীর মুখপাত্র আসিফ গফুর পরমাণু যুদ্ধের আশঙ্কা নাকচ করে দিয়ে বলেন, পাকিস্তানের অস্তিত্ব রক্ষার প্রশ্নেই কেবল ভয়াবহ এ অস্ত্র ব্যবহার করবে ইসলামাবাদ।

এদিকে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় অস্ত্র-বিরতি লঙ্ঘন করে গোলাগুলি অব্যাহত রেখেছে দুই দেশের নিরাপত্তা বাহিনী। রোববার জঙ্গি আস্তানা সন্দেহে জম্মু-কাশ্মীরের একটি আবাসিক ভবন নিরাপত্তা বাহিনীর বোমা বিস্ফোরণে উড়িয়ে দেয়ার এ ভিডিও প্রকাশ করে ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ ন্যাশন। 

খবরে বলা হয়, সন্ত্রাসীরা ভবনটিতে আশ্রয় নিলে আত্মসমর্পণের আহ্বান জানায় আইন-শৃঙ্খলা রক্ষাবাহিনী। আহ্বানে সাড়া না দেয়ায় এ বিস্ফোরণ ঘটায় ভারতীয় নিরাপত্তা বাহিনী। একইদিন জঙ্গিগোষ্ঠী জইশ-ই-মোহাম্মদের তিন সদস্যকে শ্রীনগর থেকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের দাবি করে ভারত।

নিরাপত্তা বাহিনীর সন্ত্রাস-বিরোধী অভিযানের মধ্যেই রোববার কাশ্মীরজুড়ে ধর্মঘট পালন করে জে.কে.এল.এফ। এতে রাজধানী শ্রীনগরের অফিস ও শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি বন্ধ রাখা হয় দোকান-পাট। গেল শুক্রবার মৌলবাদ ও জঙ্গিবাদে সমর্থনের অভিযোগ এনে 'জম্মু কাশ্মীর লিবারেশন ফ্রন্ট- জে.কে.এল.এফ-কে নিষিদ্ধ ঘোষণা করে ভারতের কেন্দ্রীয় সরকার। এর প্রতিবাদে ধর্মঘটের ডাক দেয় সংগঠনিট।

এদিকে, পরমাণু অস্ত্র নিরস্ত্রীকরণে ভারত উদ্যোগী হলে পাকিস্তানও একই পথে হাঁটবে বলে জানিয়েছে ইসলামাবাদ। রুশ বার্তা সংস্থা স্পুটনিক-কে দেয়া সাক্ষাতকারে পাকিস্তানি সেনাবাহিনীর মুখপাত্র বলেন, ভারত প্রথমে পরমাণু অস্ত্রের পরীক্ষা চালিয়েছে, সুতরাং নিরস্ত্রীকরণ করতে হলে তাদেরই আগে উদ্যোগ নিতে হবে।

পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুর বলেন, 'পাকিস্তান যেকোনো উদ্যোগ নেয়ার ক্ষেত্রে সমতার বিষয়টি সবার আগে বিবেচনা করবে। ভারতের হাত খোলা রেখে পাকিস্তানের হাত বেধে রাখা যাবে না। যেকোনো পদক্ষেপ নিতে হলে উভয় দেশকেই নিতে হবে।'

তার এমন বক্তব্যের মধ্যেই কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় অস্ত্রবিরতি লঙ্ঘন করে দুই দেশের মধ্যে গোলাগুলি অব্যাহত রয়েছে বলে জানিয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যম।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে