মঙ্গলবার, ২৬ মার্চ, ২০১৯, ০৮:৫০:২০

‘আমরা হামলায় ভীত নই, আমরা নামাজ পড়া চালিয়ে যাবো’

 ‘আমরা হামলায় ভীত নই, আমরা নামাজ পড়া চালিয়ে যাবো’

আন্তর্জাতিক ডেস্ক : নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে হামলায় ৫০ জন মুসল্লি নিহত হওয়ার ঘটনায় আতঙ্ক এখনও কাটেনি। সেই রেশ কাটতে না কাটতে রবিবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার দার-উল-আকরাম মসজিদে সন্ত্রাসীরা আগুন ধরিয়ে দিয়েছে। ওই মসজিদের এক মুসল্লিরা বলেন, ‘হামলায় ভীত নয় মুসলমানরা, নামাজ পড়া চালিয়ে যাবো।’

সাউদার্ন ক্যালিফোর্নিয়ার সানডিয়াগো শহর থেকে ৪৮ কিলোমিটার দূরে অবস্থিত ইসলামিক সেন্টার অব এসকনডিডোতে দার-উল-আকরাম মসজিদে রবিবার ভোর ৩ টা নাগাদ মসজিদে হামলার ঘটনা ঘটে। সেসময় ওই মসজিদের ভিতরে অন্তত ৭ জন মুসল্লি ছিল বলে খবরে বলা হয়েছে।

ওই মসজিদের ইউসুফ মুলার নামে এক মুসল্লি বলেন, আমাদের সতর্ক থাকতে হবে। কিন্তু আমরা এই মসজিদটি বন্ধ করে দিচ্ছি না।

তিনি আরো বলেন, এখনও অনেক মুসল্লি এখানে নামাজ পড়তে আসেন। আমরা হামলায় ভীত নই, আমরা নামাজ পড়া চালিয়ে যাবো।

ক্যালিফোর্নিয়া পুলিশ এই ঘটনার পর এক বিবৃতি প্রকাশ করেছে। বিবৃতিতে জানায়, ক্যালিফোর্নিয়ার এসকনডিডোতে সামান্য অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনার ১৫ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়।

এছাড়া হামলার শিকার ওই মসজিদ থেকে দেশটির পুলিশ একটি চিরকুট উদ্ধার করেছে বলে জানানো হয়েছে। চিরকুটে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদে হামলার ঘটনার উল্লেখ রয়েছে। তবে এর বিস্তারিত কিছু বলতে রাজি হয়নি পুলিশ। পুলিশ এ ঘটনার তদন্ত করছে বলে খবরে বলা হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে