সোমবার, ১৪ ডিসেম্বর, ২০১৫, ০২:৫৪:৩৩

২ বছরের ‘পালোয়ান শিশু’র কীর্তিতে অবাক বিশ্ব

২ বছরের ‘পালোয়ান শিশু’র কীর্তিতে অবাক বিশ্ব

আন্তর্জাতিক ডেস্ক : ২ বছরের আরাত হোসেইনিকে দেখে এখন তাজ্জব গোটা বিশ্ব। সোশাল মিডিয়ায় রিতিমোত ঝড় তুলেছে এই পালোয়ান শিশু। ইতিমধ্যেই ইনস্টাগ্রামে ফলোয়ারের সংখ্যা ১৮ হাজার ছাড়িয়েছে। বাবা মোহাম্মদ জানিয়েছেন, তখন মাস কয়েক হবে আরাত। একদিন সন্ধ্যায় কাজ থেকে বাড়ি ফিরে আরাতের হাতে নিজের আঙুল রেখেছিলেন তিনি। দেখেন, সঙ্গে সঙ্গে আঙুল শক্ত করে ধরে ডিগবাজি খেল আরাত। মাস কয়েক বয়সি শিশুর শক্তি দেখে চোখ কপালে উঠে যায় তার। তখনই বুঝে যান, আর পাঁচটা সাধারণ বাচ্চার সঙ্গে অনেকটাই তফাৎ আরাতের। আর কয়েক মাস পরেই ট্র্যাপিজ়ে চোস্ত হয়ে ওঠে আরাত। যখন তখন দেয় সমারসল্ট। মাত্র দেড় বছর বয়সেই সাড়ে ৬ কেজি ওজন নিয়ে প্রেস আপ বা সিট আপ করতে শুরু করে এই ইরানিয়ান পালোয়ান শিশু। আরাত-এর বাবা জানান, এজন্য কোনও ট্রেনিং নেয়নি তার ২ বছরের ছেলে। দিনে মাত্র ১০ থেকে ২০ মিনিট বাড়িতেই প্র্যাকটিস। ব্যাস। শিশু আরাত-এর কাণ্ডকারখানার ছবি দেখে সোশাল নেটওয়ার্কিং সাইটে এখন কমেন্টের বন্যা। অনেকেই বলছেন, “২ বছরেই এই...তা হলে ২০-তে কী হবে?” তবে ২০ বছর পরের ভবিষ্যৎ কী হবে না ভেবে বরং আপাতত আরাত-এর মজাদার কসরত নিয়েই মজে থাকা যাক। ১৫, ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমইউ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে