বুধবার, ২৭ মার্চ, ২০১৯, ১২:২৮:৫৬

ইসরাইলকে কঠোর হুশিয়ারি হামাসের শীর্ষ নেতার

ইসরাইলকে কঠোর হুশিয়ারি হামাসের শীর্ষ নেতার

আন্তর্জাতিক ডেস্ক : গাজায় চালানো ইসরাইলের সাম্প্রতিক হামলাকে রেড লাইন বলে অভিহিত করেছেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়া। ইসরাইলকে এমন হামলা থেকে বিরত থাকারও আহ্বান জানান তিনি।

এক বিবৃতিতে ইসরাইলকে কঠোর হুশিয়ারি করে হানিয়া বলেন, আমরা ইসরাইলকে সবধরনের আক্রমণ থেকে বিরত থাকার আহ্বান জানাই। ইসরাইলের হামলায় জেরুজালেমের নিরপরাধ মানুষ অবরুদ্ধ জীবনযাপন করছে।

আরবদেশগুলো আলোচনার মাধ্যমে গাজার অবরোধ প্রত্যাহার বিষয়ে কার্যকরী ভূমিকা রাখবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। তেলআবিবে রকেট হামলায় সাতজন আহত হওয়ার প্রেক্ষিতে গাজায় হামলা শুরু করে ইসরাইল।

মিশরের মধ্যস্থতায় ইসরাইলের সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হলেও মঙ্গলবার সকালে ফের হামলা শুরু করে ইসরাইল। মঙ্গলবার সকাল থেকেই সীমান্তের কাছকাছি ইসরায়েলিদের লক্ষ করে রকেট হামলার শব্দ শোনা গেছে। হামাসের স্থাপনা লক্ষ্য করে হামলা শুরু করেছে ইসরায়েলি সৈন্যরা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে