বুধবার, ২৭ মার্চ, ২০১৯, ০৭:২২:০৮

টিকিট না পেয়ে পার্টি অফিস থেকে ৩০০ চেয়ার নিয়ে চলে গেলেন নেতা

টিকিট না পেয়ে পার্টি অফিস থেকে ৩০০ চেয়ার নিয়ে চলে গেলেন নেতা

আন্তর্জাতিক ডেস্ক : লোকসভা নির্বাচনে টিকিট দেয়নি দল। রাগে দল ছাড়লেন কংগ্রেস বিধায়ক। একই সঙ্গে পার্টি অফিস থেকে তুলে নিয়ে গেলেন ৩০০ চেয়ারও। মহারাষ্ট্রের অওরঙ্গাবাদ জেলার সিলোদের বিধায়ক আব্দুল সাত্তার। 

অওরঙ্গাবাদ থেকে এ বছর ভোটে দাঁড়ানোর ইচ্ছা ছিল তার। কিন্তু কংগ্রেসের তরফে সম্প্রতি রাজ্যের বিধান পরিষদীয় সদস্য সুভাষ ঝাম্বড়কে ওই আসনে দাঁড় করানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

দলের এই সিদ্ধান্তে চটে যান আব্দুল সাত্তার। দল থেকে ইস্তফা দেন প্রথমে। তার পর সমর্থকদের দিয়ে মঙ্গলবার শাহগঞ্জ এলাকায় কংগ্রেসের দফতর গাঁন্ধী ভবনে হাজির হন। সেখান থেকে ৩০০টি চেয়ার তুলে নিয়ে যান।

অন্য দিকে, মঙ্গলবারই শাহগঞ্জের ওই পার্টি অফিসে জোট শরিক ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (এনসিপি) সঙ্গে বৈঠক হওয়ার কথা ছিল কংগ্রেসের। আব্দুল সাত্তার চেয়ার তুলে নিয়ে যাওয়ার পর এনসিপির দফতরে বৈঠক সরিয়ে নিয়ে যেতে হয়। 

সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাত্কারে আব্দুল সাত্তার বলেন,  ‘দলীয় বৈঠকের জন্য চেয়ারগুলি কিনেছিলাম আমি। কিন্তু দল ছেড়ে দিয়েছি। তাই নিজের জিনিসগুলিও ফিরিয়ে নিয়েছি। নির্বাচনী প্রচার, কীভাবে হবে, তা নিয়ে আর মাথাব্যথা নেই আমার। যাদের প্রার্থী করা হয়েছে, তারা বুঝবেন।’

তবে এ নিয়ে আব্দুল সাত্তারের বিরুদ্ধে কোনও মন্তব্য করেননি কংগ্রেস প্রার্থী সুভাষ ঝাম্বড়। তার কথায়, ‘প্রয়োজন ছিল বলেই হয়তো চেয়ার তুলে নিয়ে গিয়েছেন উনি।’ কংগ্রেসের তরফে আব্দুল সাত্তারের ইস্তফা গৃহীত হয়নি বলেও জানান তিনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে