বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০১৯, ০৩:৫৬:৫৯

ভুল করে এক বন্দিকে ছেড়ে দিয়েছে কারা কর্তৃপক্ষ, ধরা দিয়েছেন অভিযুক্ত

ভুল করে এক বন্দিকে ছেড়ে দিয়েছে কারা কর্তৃপক্ষ, ধরা দিয়েছেন অভিযুক্ত

আন্তর্জাতিক ডেস্ক: ভুল করে এক বন্দিকে ছেড়ে দেয় কারাগার কর্তৃপক্ষ! এমন আজব ঘটনা ঘটেছে ভারতের পশ্চিম মেদিনীপুরে। কারা কর্তৃপক্ষের এমন দায়িত্বজ্ঞানহীন কাজ দেখে তাজ্জব হয়ে গেছেন মেদিনীপুরের মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট।

বেলদার বাসিন্দা চন্দন গড়াইকে পুলিশ গ্রেপ্তার করেছিল স্ত্রীকে নির্যাতনের মামলায়। তাকে গ্রেপ্তার করা হয় গত মাসের ২৬ তারিখ। স্ত্রী নির্যাতনের পাশাপাশি খোরপোশ সংক্রান্ত একটি মামলাও দায়ের হয় চন্দনের বিরুদ্ধে।

বুধবার মেদিনীপুর মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট প্রসূন ঘোষের এজলাসে চন্দনের স্ত্রী নির্যাতনের মামলার শুনানি ছিল। থানা থেকে মামলার কাগজ এসে গেলেও দেখা মিলছিল না অভিযুক্তের। বিচারক পুলিশকে অভিযুক্ত কোথায় প্রশ্ন করলে পুলিশ জানায়, অভিযুক্ত জেল হেফাজতে। বিচারক নথিতেও দেখেন মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগারে অভিযুক্তের থাকার কথা।

সঙ্গে সঙ্গে ডাকা হয় কারা কর্তৃপক্ষকে। জানতে চাওয়া হয় বন্দির হাল-হকিকত সম্পর্কে। অনেক সময় বন্দি অসুস্থ থাকলে আদালতে হাজির করানো যায় না। সেক্ষেত্রে জেল কর্তৃপক্ষ আদালতকে জানিয়ে দেন যে, বন্দি অসুস্থ, সে কারণে হাজির করানো যাচ্ছে না। অথচ চন্দনের ক্ষেত্রে সে রকম কোনো খবর আদালতকে জানানো হয়নি!

দুপুরেই আদালতে হাজির হন জেল সুপার সৌমিক সরকার এবং অন্য এক কর্মকর্তা। তারা গিয়ে বিচারকের কাছে ক্ষমা চেয়ে জানান,তারা ভুল করে সোমবার ছেড়ে দিয়েছেন অভিযুক্তকে। কেন ছেড়ে দেওয়া হলো? 

সে রহস্য জানা যায় কিছু সময় পর। গত ২৫ মার্চ অন্য একটি মামলায় শুনানি ছিল চন্দনের। সেই মামলায় ওইদিন জামিন হয়ে যায় তার। সেদিন জেলে ফিরে যাওয়ার পর চন্দনের জামিনের কাগজও পৌঁছায়। 

সেই কাগজ দেখে কারাগার কর্তৃপক্ষ চন্দনকে ছেড়ে দেয়। অভিযুক্তের বিরুদ্ধে আরেকটি যে মামলা রয়েছে এবং সেই মামলায় তার জেল হেফাজতে থাকার কথা, সেটা বেমালুম ভুলে গেছে কর্তৃপক্ষ।

বিচারক কারা কর্মকর্তাদের ওই ভুলের জন্য ভর্ৎসনা করেন। তিনি বিভাগীয় তদন্ত করারও নির্দেশ দেন। অন্যদিকে, অভিযুক্তের এ দিন আদালতে হাজিরা থাকার কথা। তিনি নিজেই চলে এসেছিলেন আদালতে। তার আইনজীবী বিচারকের কাছে অভিযুক্তকে নিয়ে যান। পরে বিচারক অভিযুক্তের বিরুদ্ধে জামিনযোগ্য পরোয়ানা জারি করেন। বৃহস্পতিবার আবারো তাকে আদালতে উপস্থিত হওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে