বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০১৯, ০৪:৪৮:০৬

নামাজের ভঙ্গিতে বসে পুরোহিতের বকুনি খেয়েছিলেন রাহুল!

নামাজের ভঙ্গিতে বসে পুরোহিতের বকুনি খেয়েছিলেন রাহুল!

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের অ্যতম বৃহৎ রাজনৈতিক দল কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী সোমনাথ মন্দিরে গিয়ে পুরোহিতের বকুনি খেয়েছিলেন। কারণ তিনি নাকি মন্দিরে নামাজ পড়ার ভঙ্গিতে বসেছিলেন রাহুল। ঘটনাটি ঘটেছিল ভারতের গুজরাটে বিধানসভা নির্বাচনের ঠিক একমাস আগে ২০১৭ সালের নভেম্বরে।

বুধবার এমন দাবি করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। খবর এনডিটিভির।

বিপুলসংখ্যক ভক্তসমাগমের মাঝে প্রয়াগরাজে কুম্ভ মেলায় কংগ্রেসের নেতৃবৃন্দের যোগদান প্রসঙ্গে আদিত্যনাথ বলেন, ‘চার কোটি ভক্ত কুম্ভ মেলায় এসেছিলেন। যখন কংগ্রেস জানতে পারে যে এতো বিশাল ভোটবাক্স রয়েছে এখানে তখন তাঁদের নতুন প্রজন্মের নেতারাও মেলায় আসেন। তাঁরা বলেছিলেন যে গঙ্গা পরিষ্কার নয়, কিন্তু এখন তাঁরা গঙ্গার জল খাচ্ছেন।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে