বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০১৯, ০১:১০:২৪

বেলজিয়ামে নির্বাচনে ভোট না দিলে ৪২২৩ টাকা জরিমানা

বেলজিয়ামে নির্বাচনে ভোট না দিলে ৪২২৩ টাকা জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক : ভোটারদের উপস্থিতি বাধ্যতামূলক ইউরোপের দেশ বেলজিয়ামে। কারণ সেখানে ভোটাররা ভোটদানে ব্যর্থ হলে গুনতে হয় জরিমানা। বেলজিয়ামে ফেডারেল বা কেন্দ্রীয় নির্বাচন হবে আগামী ২৬ মে। এ ছাড়া বেলজিয়ামের ইউরোপীয় সংসদের নির্বাচনও ওই একই দিনে অনুষ্ঠিত হবে।

এর আগে গত ডিসেম্বরে অনাস্থা ভোটে হেরে ইস্তফা দিয়েছেন প্রধানমন্ত্রী চার্লস মিশেল। ফলে বেলজিয়ামের মানুষ এখন একজন প্রধানমন্ত্রীর আশায় এ নির্বাচনের দিকে তাকিয়ে রয়েছেন। এদিকে বেলজিয়ামে ১৮ বছরের বেশি বয়সী নাগরিকদের ভোট দেয়া বাধ্যতামূলক। কোনো নাগরিক দেশের বাইরে থাকলে অনলাইনে ভোট দিতে পারবেন অথবা অন্য কাউকে লিখিতভাবে দায়িত্ব দিয়ে যেতে পারেন নিজের ভোট দেয়ার জন্য।

এর পরও যদি কোন ভোটার যথাযথ কারণ ছাড়া ভোটদানে বিরত থাকেন, তবে প্রথমবার তাকে ২০ মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় এক হাজার ৬৯০ টাকা জরিমানা করা হবে। পরবর্তী সময় ওই ব্যক্তি যদি আবারও একই কাজ করেন, তবে তাকে ৫০ মার্কিন ডলার বা চার হাজার ২২৩ টাকা দিতে হবে। আর এই জরিমানা আদায়ের জন্য তার বাড়ির ঠিকানায় চিঠি পাঠানো হবে। এর পর ওই ব্যক্তির কাছ থেকে এ অর্থআদায় করা হয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে