শুক্রবার, ২৯ মার্চ, ২০১৯, ০৮:৫১:৩৫

উইঘুর মুসলিম নির্যাতন নিয়ে যা বললেন ইমরান খান!

উইঘুর মুসলিম নির্যাতন নিয়ে যা বললেন ইমরান খান!

আন্তর্জাতিক ডেস্ক : চীনের পশ্চিমাঞ্চলীয় ও পাকিস্তানের সীমান্তবর্তী রাজ্য জিনজিয়াংয়ে ক্যাম্পের ভেতর ২০ লাখ উইঘুর মুসলমানকে আটকে রাখা নিয়ে প্রশ্নের জবাব দেননি পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি বলেন, এ বিষয়ে তিনি বেশি কিছু জানেন না।

ফিন্যান্সিয়াল টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে বুধবার তিনি বলেন, খোলাখুলিভাবে বলছি- এ বিষয়ে আমি বেশি কিছু জানি না। এই খবর দেয় সিএনএন। বিশ্বের অন্যতম একটি মুসলিমপ্রধান দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে উইঘুরদের আটক রাখা নিয়ে তার অবস্থান জানতে চাওয়া হয়েছিল।

সেখানে আটকাবস্থা থেকে বেরিয়ে আসা লোকজন ও মানবাধিকারকর্মীরা বলছেন, মুসলমানদের ধর্মীয়চর্চা ও উইঘুরদের সাংস্কৃতিক মূল্যবোধ শেষ করে দিতেই তাদের আটকে রাখার পরিকল্পনা করা হয়েছে। ইমরান খান বলেন, মুসলিম বিশ্ব সবচেয়ে খারাপ পরিস্থিতির ভেতর দিয়ে যাচ্ছে। কিন্তু জিনজিয়াংয়ে বেইজিংয়ের ধরপাকড় নিয়ে জবাব না দিয়ে এড়িয়ে গেলেন তিনি।

সাবেক এ ক্রিকেট কিংবদন্তি বলেন, যদি এ বিষয়ে আমার যথেষ্ট জ্ঞান থাকত, তবে অবশ্যই আমি কথা বলতাম। পত্রিকায় এ নিয়ে বেশি কিছু আসেনি।

উইঘুর মুসলমানদের ক্যাম্পের ভেতর আটকে রেখে নির্যাতনের অভিযোগে বিশ্বব্যাপী কঠোর সমালোচনার মুখে রয়েছে চীন। বুধবার ক্যাম্প থেকে বেরিয়ে আসা উইঘুরদের সঙ্গে সাক্ষাৎ শেষে বিনাবিচারে আটকদের ছেড়ে দিতে চীনের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।

গত ফেব্রুয়ারিতে মুসলমান দেশগুলোর মধ্যে তুরস্কই প্রথম এ ধরপাকড়ের সমালোচনায় সরব হয়েছে। এ নিপীড়কে মানবতার সবচেয়ে বড় লজ্জা হিসেবে আখ্যায়িত করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হামি আশকয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে