শনিবার, ৩০ মার্চ, ২০১৯, ০৯:২৬:৪৯

হেলিকপ্টার থেকে জেট পাম্পের মাধ্যমে আগুন নেভানো হয় উন্নত দেশগুলোতে

হেলিকপ্টার থেকে জেট পাম্পের মাধ্যমে আগুন নেভানো হয় উন্নত দেশগুলোতে

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের শীর্ষ অগ্নিনির্বাপণ কর্মী ও সর্বাধুনিক প্রযুক্তি দিয়ে সাজানো নিউইয়র্ক সিটি ফায়ার ডিপার্টমেন্ট। দুঃসাহসী উদ্ধার অভিযান পরিচালনার জন্য বিশ্বের অন্যান্য দেশের ফায়ার সার্ভিসের কর্মীরাও নিউইয়র্কে ট্রেনিংয়ের জন্য এসে থাকেন। 

যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ফায়ার ডিপার্টমেন্টটিতে কাজ করেন ১১ হাজারের কিছু বেশি অগ্নিনির্বাপণ কর্মী। এছাড়া জরুরি প্রয়োজনে আরও সাড়ে চার হাজার কর্মী রয়েছেন তাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আছেন ডাক্তার, ফায়ার ইন্সপেক্টরসহ বিভিন্ন শ্রেণির ইঞ্জিনিয়ার। প্রায় এক কোটি মানুষকে দুর্যোগে সহায়তা দেওয়ার সক্ষমতা রয়েছে তাদের।

নিউইয়র্ক সিটি ফায়ার ডিপার্টমেন্টের হাতে রয়েছে বিশ্বসেরা ফায়ার ইঞ্জিন ও ফায়ার ট্রাক। আগুন নেভানোর জন্য সুপার পাওয়ার জেট পাম্প থাকায় তারা আগুন নেভাতে যে কারও চেয়ে বেশি সাফল্য পেয়ে থাকেন। এছাড়া রাসায়নিক ব্যবহার করে আগুন নেভাতেও তাদের সাফল্য ঈর্ষণীয়। বহুতল ভবনে আগুন নেভানোর জন্য তাদের কাছে রয়েছে ৭৫ থেকে ৯০ ফুট দীর্ঘ সিঁড়িসহ ফায়ার ট্রাক। উচ্চ প্রশিক্ষিত দমকলকর্মী নিয়ে নিউইয়র্ক সিটি ফায়ার ডিপার্টমেন্ট শহরবাসীর কাছে আস্থার প্রতীক।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে