সোমবার, ০১ এপ্রিল, ২০১৯, ১১:৩৭:৪১

মিয়ানমারে বাস দুর্ঘটনায় নিহত ১৫

মিয়ানমারে বাস দুর্ঘটনায় নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারে বাস দুর্ঘটনায় অন্তত ১৫ জন নিহত হয়েছে। দেশটির বাণিজ্যিক রাজধানী ইয়াঙ্গুনের উত্তরে বাগো অঞ্চলে শনিবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও সরকারি সংবাদ মাধ্যম সোমবার এ কথা জানায়। খবর এএফপি’র।

সরকারি গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমারের খবরে বলা হয়েছে, ৪০ যাত্রী বহনকারী বাসটি রাস্তা থেকে ছিটকে ৬০ মিটার গভীর খাদে পড়ে যায়।

স্থানীয় এক পুলিশ কর্মকর্তা বলেন, দুর্ঘটনায় ১৫ জন নিহত হয়েছে। তবে পত্রিকাটির খবরে ১৬ জনের প্রাণহানির কথা বলা হয়েছে। এতে আহত হয়েছে বেশ কজন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে