মঙ্গলবার, ০২ এপ্রিল, ২০১৯, ০৫:১৩:৫০

আমরা নির্বাচনে মুসলমানদের প্রার্থী করছি না : বিজেপি নেতা

আমরা নির্বাচনে মুসলমানদের প্রার্থী করছি না : বিজেপি নেতা

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের কর্নাটকের জ্যেষ্ঠ বিজেপি নেতা কেএস ঈশ্বরাপ্পা বলেছেন, মুসলমানরা আমাদের ওপর আস্থা রাখছে না, কাজেই আসন্ন লোকসভা নির্বাচনে তাদের প্রার্থী করা যাবে না।

তার এ মন্তব্যে চলতি মাসে শুরু হওয়া ভারতের লোকসভা নির্বাচন ঘিরে রাজনৈতিক বিতর্ক আরও চরম আকার ধারণ করবে বলে ধারণা বিশ্লেষকদের। খবর এনডিটিভির।

কর্নাটকে বিজেপি ক্ষমতায় থাকাকালে কেএস ঈশ্বরাপ্পা উপ-মুখ্যমন্ত্রীর দায়িত্বে ছিলেন। তিনি বলেন, রাজ্যে তার দল কোনো মুসলমান প্রার্থী দেবে না।

উত্তর কর্নাটকের কোপ্পালে কুরুবা ও সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের সামনে বক্তৃতা দেয়ার সময় তিনি বলেন, কংগ্রেস আপনাদের কেবল ভোটব্যাংক হিসেবে ব্যবহার করে আসছে। তারা আপনাদের কখনও প্রার্থী করবে না।

তিনি বলেন, কর্নাটকে আমরা মুসলমানদের প্রার্থী করছি না। কারণ তারা আমাদের ওপর বিশ্বাস রাখে না। সংখ্যালঘুদের উদ্দেশে করে তিনি বলেন, আমাদের ওপর আস্থা রাখুন, ভোটে আমরা আপনাদের প্রার্থী করব এবং অন্যান্য সুবিধাও দেব।

আগামী ১৮ এপ্রিল কর্নাটকের ১৪টি আসনে ভোট অনুষ্ঠিত হবে। আর বাকি ১৪টিতে ভোট হবে ২৩ এপ্রিল। ৭০ বছর বয়সী ঈশ্বরাপ্পা পিছিয়েপড়া কুরুবা সম্প্রদায়ের সদস্য। এর আগে বিভিন্ন সময় বিতর্কিত মন্তব্য করে সমালোচনার মুখোমুখি হয়েছেন তিনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে