আন্তর্জাতিক ডেস্ক : ভারতের কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি ছেলেকে অত্যাচার করেন! এই খবরটি সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে৷ এই মর্মে একটি ছবিও প্রকাশ করেছেন মন্ত্রী নিজেই৷ যা মুহূর্তে ভাইরাল হয়েছে এবং এই নিয়ে নেট দুনিয়ায় তোলপাড় শুরু হয়েছে৷
বিজেপির সরকারের খুবই গুরুত্বপূর্ণ মন্ত্রনালয়ে রয়েছেন তিনি৷ সেই মন্ত্রী কিনা নির্দ্বিধায় বন্ধ ঘরের মধ্যে ছেলের ওপর অত্যাচার চালান! স্মৃতি ইরানিকে নিয়ে নানা সময় নানা বিতর্ক হয়েছে৷ বিবাহসূত্রে হিন্দু না হয়েও তিনি কেন সিঁদুর পরেন, বা নিজের মন্ত্রনালয় সামলাতে তিনি সক্ষম নন, এমনও কথা উঠেছে৷
এবার সেই বিতর্ক উস্কে দিলেন খোদ মাননীয়া মন্ত্রীই৷ ছেলের সঙ্গে ছবি পোস্ট করে জানালেন যে শুধু তিনি নন, এমন অত্যাচারের গল্প ঘরে ঘরেই ঘটে৷ পুরানো একটি জনপ্রিয় ধারাবাহিকের নাম পোস্টে উল্লেখ করেন তিনি৷ পোস্টে তিনি হ্যাশট্যাগ মা কা অত্যাচার ও কাহানি ঘর ঘর কি লিখেছেন৷
আসলে এটা একটা মজার পোস্ট৷ ছেলে ও মেয়েকে নিয়ে মাঝেমধ্যেই এমন মজার পোস্ট করে থাকেন৷ কাজে যতই ব্যস্ত থাকুন না তিনি, পরিবারের সঙ্গে এভাবেই সময় কাটাতে পছন্দ করেন তিনি৷ প্রতিটি পরিবারেই যেমন মা তার ছেলে-মেয়েকে শাসন করেন, স্মৃতিও তেমন করে থাকেন৷ সেই শাসনকেই তিনি মায়ের অত্যাচার হিসেবে বলেছেন৷ দেখুন সেই মজার ছবিটি৷