সোমবার, ০৮ এপ্রিল, ২০১৯, ১০:২৬:২৮

ইরানের ইসলামি বিপ্লবী গার্ডকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করলো আমেরিকা

ইরানের ইসলামি বিপ্লবী গার্ডকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করলো আমেরিকা

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের ইসলামি বিপ্লবী গার্ডকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, আইআরজিসি ইরানি সরকারের বিশ্বব্যাপী সন্ত্রাসী অভিযান পরিচালনা ও বাস্তবায়ন করার প্রাথমিক মাধ্যম।

সোমবার প্রেসিডেন্ট ট্রাম্প এক বিবৃতিতে এসব কথা বলেন। ওয়াশিংটন প্রথমবারের মতো অন্য কোনো দেশের সেনাবাহিনীকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে ঘোষণা করেছে। যুক্তরাষ্ট্র ইতিমধ্যে আইআরজিসির সঙ্গে সম্পর্কের অভিযোগে বেশকিছু সংস্থা ও জনগণকে কালো তালিকাভুক্ত করেছে, কিন্তু পুরো সংস্থা এমন করে পুরো সংস্থাকে করেনি।।

প্রেসিডেন্ট ট্রাম্প এক বিবৃতিতে বলেন, আইআরজিসি ইরানি সরকারের বিশ্বব্যাপী সন্ত্রাসী অভিযান পরিচালনা ও বাস্তবায়ন করার প্রাথমিক মাধ্যম। এই পদবি আইআরজিসির সঙ্গে ব্যবসা এবং সমর্থন আরও ঝুঁকি বাড়িয়ে তোলে। যদি আপনি আইআরজিসির সঙ্গে ব্যবসা করতে যান তাহলে আপনি ব্যাকিং সন্ত্রাসবাদ করছেন। এ নিয়ে মাইক পম্পেও মুখ খুলেছেন।

ইরানের কট্টরপন্থী শাসকদের রক্ষার মিশন নিয়ে ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী গঠন করা হয়। বিপ্লবী গার্ডকে ইরানে একটি শক্তিশালী বাহিনীতে পরিণত করা হয়েছে। ইরানের এ বাহিনী গঠনের পেছনে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক স্বার্থ রয়েছে।

ইরানের পরমাণু কর্মসূচি সংক্রান্ত আন্তর্জাতিক একটি চুক্তি থেকে বেরিয়ে আসার পর ট্রাম্প প্রশাসন তেহরানের বিরুদ্ধে একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করে। যুক্তরাষ্ট্রের জন্য ক্ষতিকর এ গ্রুপের যেকোন কর্মকান্ড বিদেশি সন্ত্রাসী কর্মকান্ড হিসেবে অভিহিত করা হবে।

দি ওয়াল স্ট্রীট জার্নাল জানায়, পেন্টাগন ও সিআইএ’কে এ পদক্ষেপের ব্যাপারে সতর্ক থাকতে বলা হয়েছে। বলা হচ্ছে, ইরানের অর্থনীতির আরো ক্ষতিকরা ছাড়া এটি মার্কিন সৈন্যদের জন্য ঝুঁকি বৃদ্ধি করবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে