সোমবার, ১৪ ডিসেম্বর, ২০১৫, ০৮:৫১:৩৪

ভোটে লড়লেও রাজকীয় মেয়েদের সাত কাজে মানা

ভোটে লড়লেও রাজকীয় মেয়েদের সাত কাজে মানা

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের রাজকীয় মেয়েরা ভোটে লড়লেও সাত কাজে মানা। এবারই প্রথম ভোটে লড়ে জয়ের নজিরও গড়লেন তারা। দেশটির ভোটযুদ্ধে দাঁড়িয়ে জয়ী হলেন ২০ সৌদি নারী। কিন্তু এখনো অনেক কিছুই আছে যা তারা করতে পারেন না। যে কাজগুলো সৌদি নারীরা করতে পারেন না তা হলো- ১) পুরুষ অভিভাবক ছাড়া বাইরে বের হতে পারেন না সৌদি আরবের নারীরা। বাইরে কোথাও গেলে তাদের সঙ্গে পুরুষ অভিভাবক থাকতে হয়। মহিলাদের পুরুষ অভিভাবকে বলা হয় মাহরাম। ডাক্তার দেখাতে গেলেও মাহরাম সঙ্গে নিয়ে যেতে হয় নারীদের। ২) গাড়ি চালাতে পারেন না দেশটির নারীরা। গাড়ি চালানোর ক্ষেত্রে কোনো সরকারি বিধিনিষেধ নেই ঠিকই, কিন্তু সে দেশের কিছু ধর্মগুরু বলেন, মহিলারা গাড়ি চালালে সামাজিক গুরুত্ব কমে যায়। তাই বেসরকারিভাবে মহিলাদের গাড়ি চালানোর ওপর নিষেধাজ্ঞা রয়েছে। যদিও সৌদি আরবের মেয়েদের প্লেন চালানোর ওপর কোনোরকম নিষেধাজ্ঞা নেই। ৩) শরীর ঢাকা পোশাক ছাড়া অন্য পোশাক পরতে পারেন না সৌদি নারীরা। শরীর ঢাকা পোশাক ছাড়া অন্য পোশাক পরলে ইসালম আইন অনুযায়ী শাস্তির বিধান রয়েছে। মেয়েদের অত্যধিক মেকআপ থাকলেও তা ধর্ম পুলিশের চোখ পড়লে শাস্তি পেতে হয়। ৪) পরিবারের বাইরে অন্য পুরুষদের সঙ্গে কথা বলতে পারেন না তারা। সৌদি আরবে অফিস, ব্যাঙ্ক, বিশ্ববিদ্যালয়ে মহিলা আর পুরুষদের জন্য ডেস্ক, প্রবেশ-বাইরের পথ একেবারে আলাদা। বাস, পার্কেও শুধু মহিলাদের জন্য আলাদা করে বসার জায়গা থাকে। এর কারণ ছেলেদের সঙ্গে মেয়েরা যাতে কথা বলার সুযোগ না পায়। একমাত্র পরিবারের লোকদের সঙ্গে ছাড়া মহিলারা অন্য কোনো পুরুষের সঙ্গে কথা বলতে পারেন না। ৫) পাবলিক সুইমিং পুলে সাঁতার কাটতে পারেন না সৌদি মেয়েরা। পাবলিক সুইমিং পুলে বা পুরুষরা ব্যবহার করেছে এমন পুলে মহিলাদের সাঁতার কাটা একেবারে নিষিদ্ধ। ৬) প্রতিযোগিতামূলক খেলাধুলায় অংশ নিতে পারেন না তারা। দেশের প্রাচীনপন্থীরা মহিলাদের কোনোরকম খেলাধুলায় অংশ নেয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। কিন্তু চাপের মুখে পড়ে আধুনিক শাকরা শরিয়া পোশাক পরে মহিলাদের কিছু খেলায় (যেমন তিরন্দাজি, শ্যুটিং) খেলার অনুমতি দেয়। তবে খেলতে গেলে পুরুষ অভিভাবকদের সম্মতি ও উপস্থিতি লাগে। ৭) শপিংয়ে গিয়ে পোশাকের ট্রায়াল দিতে পারেন না সৌদি নারীরা। শপিংয়ে গিয়ে পোশাকে গায়ে ঠিকমত ফিট হচ্ছে কি না সেটা দেখার জন্য ট্রায়াল দিতে পারেন না মহিলারা। ট্রায়াল রুম ব্যবহার করার ওপর নিষেধাজ্ঞা রয়েছে মহিলাদের। নিয়ম ভাঙলেই কড়া শাস্তি পেতে হয়। ১৪ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে