বৃহস্পতিবার, ১১ এপ্রিল, ২০১৯, ০৬:৩১:০০

রাফাল যুদ্ধবিমান ওড়ানোর প্রশিক্ষণ নিয়েছে পাকিস্তানি পাইলটরা; উদ্বিগ্ন ভারত

রাফাল যুদ্ধবিমান ওড়ানোর প্রশিক্ষণ নিয়েছে পাকিস্তানি পাইলটরা; উদ্বিগ্ন ভারত

আন্তর্জাতিক ডেস্ক : কাতারের বিমানসেনার হাতে থাকা রাফাল যুদ্ধবিমানের সাহায্যে নিজেদের পাইলটদের এই বিমান ওড়ানো শিখিয়ে নিয়েছে পাকিস্তান। ২০১৭ সালের নভেম্বরেই ফ্রান্সের মাটিতে চলেছিল এই প্রশিক্ষণের কাজ। সদ্য প্রকাশিত একটি রিপোর্টে উদ্বেগ বাড়ল ভারতের।

কারণ, অত্যাধুনিক রাফাল যুদ্ধবিমানের সাহায্যেই আকাশযুদ্ধে নিজেদের এগিয়ে রাখার পরিকল্পনা ছিল ভারতের। এআইএন অনলাইন ডট কম নামের একটি সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে এই রিপোর্ট। 

সেই রিপোর্টে বলা হয়েছে, ‘২০১৭ সালের নভেম্বরে কাতারের হয়ে যে পাইলটরা রাফাল বিমান ওড়ানোর প্রশিক্ষণ পেয়েছেন, তারা প্রত্যেকেই পাকিস্তানের বিমানসেনার অফিসার।’’ ভারতের মতোই ফ্রান্সের কাছ থেকে রাফাল কিনতে চুক্তিবদ্ধ কাতার। 

রাফাল যুদ্ধবিমান প্রস্তুতকারক দাসোঁ অ্যাভিয়েশনের তরফে প্রকাশ করা প্রেস বিবৃতি থেকে দেখা যাচ্ছে, ২০১৫ সালে ফ্রান্সের কাছ থেকে ২৪টি যুদ্ধবিমান কেনার চুক্তি করে কাতার। ২০১৭ সালে কাতার আরও ১২টি রাফাল যুদ্ধবিমান কিনতে নতুন চুক্তি করে ফ্রান্সের সঙ্গে। 

প্রথম দফার ২৪টি যুদ্ধবিমানের জন্য চুক্তির অর্থমূল্য ছিল প্রায় ৫০ হাজার কোটি টাকা। সেই যুদ্ধবিমান চালানোর জন্য প্রশিক্ষণ নিতেই কাতার থেকে ফ্রান্সে গিয়েছিল পাইলটদের একটি দল। সেই দলেই ছিলেন পাকিস্তানি পাইলটরা, এমনটাই দাবি এআইএন অনলাইন ডট কমের।

দাসোঁ অ্যাভিয়েশনের যে কর্মকর্তারা এখন ভারতে আছেন, তাদের এই বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে তারা এনডিটিভিকে জানিয়েছেন, কাতার এয়ার ফোর্সের হয়ে পাকিস্তানি পাইলটরা রাফাল ওড়াতে প্রশিক্ষণ নিয়েছেন, এই রকম কোনও খবর তাদের কাছে নেই। 

নয়াদিল্লিতে ফরাসি দূতাবাসের তরফেও এই খবরটি ভুয়ো বলে উড়িয়ে দেওয়া হয়েছে। যদিও দাঁসো অ্যাভিয়েশনের ফ্রান্সের অফিস থেকে এ নিয়ে এখনও কোনও বিবৃতি প্রকাশ করা হয়নি। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সঙ্গে বরাবরই সামরিক সহযোগিতার সম্পর্ক রয়েছে পাকিস্তানের। 

পাক সংবাদমাধ্যমের খবর, ২০১৮ সালের জানুয়ারিতে ইসলামাবাদে পাক বিমানসেনার সদর দফতরে গিয়েছিলেন কাতারের বিমানসেনা প্রধান। সেই অনুষ্ঠানের পর পাক বিমানসেনা প্রধান জানিয়েছিলেন, ‘সামরিক ক্ষেত্রে পাক বিমানসেনাকে সহ রকমের সাহায্য করতে প্রস্তুত কাতার।’

এই বছরের সেপ্টেম্বরেই ভারতে আসতে চলেছে রাফাল যুদ্ধবিমান। তার আগেই পাকিস্তানি পাইলটরা এই বিমান ওড়ানোর প্রশিক্ষণ নিয়ে ফেললে তা যথেষ্ট উদ্বেগের ভারতের কাছে। কারণ, ভারত তার নিজের পছন্দ মাফিক রাফাল যুদ্ধবিমানে বেশ কিছু অদলবদল করার পরই তা কিনতে সম্মত হয়েছে। 

তাই কাতারের কেনা যুদ্ধবিমানের সঙ্গে ভারত যে রাফাল কিনছে, তার ফারাক থাকলেও এই বিমানের রেডার ব্যবস্থা দুই দেশের ক্ষেত্রেই এক। অত্যাধুনিক এই রেডার ব্যবস্থা থাকলে বিমান ওড়ানোর সময়েই পাইলটরা টের পেয়ে যান, আকাশ বা সমুদ্রের কোথায় বিপদ লুকিয়ে আছে বা কোন জায়গা থেকে আঘাত হানার প্রস্তুতি নিচ্ছে প্রতিপক্ষ।

এদিকে, ফান্সের মাটিতে পাকিস্তানি পাইলটদের রাফাল বিমান ওড়ানোর প্রশিক্ষণ দেওয়া হয়েছিল, এই খবরকে ভুয়ো বলে জানাল ফ্রান্স সরকার। ভারতে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত আলেকজান্ডার জিয়েগলার বলেছেন, এই খবর যে ভুয়ো, তা নিয়ে কোনও সন্দেহ নেই। এই খবর নিয়ে সংক্রান্ত সব কিছু পুঙ্খানুপুঙ্খ ভাবে খতিয়ে দেখেছে তারা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে