সোমবার, ১৪ ডিসেম্বর, ২০১৫, ১১:০৯:৫৬

হাঁক দিলেন মিশেল ওবামা

হাঁক দিলেন মিশেল ওবামা

আন্তর্জাতিক ডেস্ক : ‘পড়াশোনা করে যে, গাড়িঘোড়ায় চড়ে সে'- জীবনে উন্নতি করতে হলে পড়াশোনা ছাড়া আর গতি নেই৷ সে কথাই এবার বললেন খোদ মিশেল ওবামা৷ স্কুল শেষ করা ছেলেমেয়েদের উচ্চশিক্ষার প্রয়োজনীয়তার কথা এবার একটা মজাদার ইউটিউব ভিডিও’র মাধ্যমে তুলে ধরেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ‘ফার্স্ট লেডি'৷ মজাদার বলছি কেন? সেই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন৷ দেখলেন তো? ওবামা-পত্নী কেমন ব়্যাপ করতে পারেন, কেমন নাচতে পারেন? মনে আছে হীরক রাজার শিক্ষামন্ত্রী বলেছিলেন, ‘ওরা যত পড়ে, তত জানে, তত কম মানে৷' কিন্তু মিশেল ওবামা তো আর হীরক রাজার স্ত্রী নন৷ তিনি হয়তো সত্যিকারের গণতন্ত্রে বিশ্বাসী৷ তাই তো তিনি উচ্চশিক্ষার, মানে কলেজে যাওয়ার অপরিসীম গুরুত্বের কথা পৌঁছে দিতে চান সবার কাছে৷ তিনি জানেন শিক্ষা একটি জাতির মেরুদণ্ড৷ মানবসভ্যতার সুষম বিকাশ, লালন ও কর্ষণের একমাত্র বাহন হলো শিক্ষা৷ উচ্চশিক্ষা ছাড়া কোনো জাতির অগ্রগতি ও ক্রমোন্নতি যে সম্ভব নয়৷ ১৪ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে