শুক্রবার, ১২ এপ্রিল, ২০১৯, ১১:২১:১৭

স্বেচ্ছায় মুসলমান হয়েছে দুই বোন

স্বেচ্ছায় মুসলমান হয়েছে দুই বোন

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের আলোচিত সেই দুই কিশোরী বোন স্বেচ্ছায় মুসলমান হয়েছেন বলে ঘোষণা দিয়েছেন দেশটির হাইকোর্ট। গতকাল বৃহস্পতিবার দেয়া ওই ঘোষণায় হাইকোর্ট জানান, সিন্ধু প্রদেশের ওই ঘটনায় ইসলাম গ্রহণ করতে তাদের ওপর কোনো চাপ প্রয়োগ করা হয়নি।

পাকিস্তানের গণমাধ্যম ডনের খবরে বলা হয়, রাভিনা (১৩) ও রিনা (১৫) গত মাসের ২৫ তারিখে ইসলামাবাদ হাইকোর্টে একটি অভিযোগ দায়ের করে। তাতে বলা হয়, পুলিশ তাদেরকে হয়রানি করছে। এ সময় তারা জানায়, তারা পুরোপুরি নিজের ইচ্ছাতেই ইসলাম ধর্ম গ্রহণ করেছিল।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে