শুক্রবার, ১২ এপ্রিল, ২০১৯, ০৭:৫৯:৪০

নির্ভুল ইংরেজিতে একটানা কথা বলে চমকে দিলেন দিনমজুর

নির্ভুল ইংরেজিতে  একটানা কথা বলে চমকে দিলেন দিনমজুর

আন্তর্জাতিক ডেস্ক : সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে এক দিনমজুর নির্ভুল ইংরেজিতে এক সাংবাদিকের সঙ্গে কথা বলছেন। তার কথায় সেই সাংবাদিকও হতবাক! ঘটনাটি ঘটেছে ভারতের বিহার রাজ্যে।

জানা গেছে, বর্তমানে দিনমজুরের কাজ করলেও তিনি ভারতের বিহারের ভাগলপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। সাবলীল ইংরেজিতে তিনি জানালেন, ‘আমি কাজ করতে চাই। মোদি সরকারকে আমার অনুরোধ, যাতে আমাকে কাজ করার সুযোগ দেন।’

গত পাঁচ বছরে মোদী সরকার যে যথেষ্ট পরিমাণ কর্মসংস্থান করতে পারেনি তাও বলেন এই দিনমজুর। আক্ষেপের সঙ্গে তিনি জানান, প্রতিদিন কাজ খুঁজে পাওয়া দায়। কাজ ছাড়া খেতে পাবেন কী করে?

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে