মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০১৫, ০২:১২:৫৯

আর্জেন্টিনায় ৪১ পুলিশ নিহত

আর্জেন্টিনায় ৪১ পুলিশ নিহত

আন্তর্জাতিক ডেস্ক : আর্জেন্টিনায় সশস্ত্র পুলিশদের বহনকারী একটি বাস সাল্টা শহর সংলগ্ন সেতু পার হতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে। এতে ৪১ জন পুলিশ সদস্য নিহত হয়েছে। সোমবার দেশটির উত্তরাঞ্চলে এ মর্মান্তিক দুর্ঘটনায় ৪১ পুলিশ সদস্য নিহত। বাসটিতে ৬০ জন পুলিশ ছিল। আর্জেন্টিনা কর্তৃপক্ষ জানিয়েছে, রাজধানী বুয়েন্স আয়ার্স থেকে ১ হাজার ৫০০ কিলোমিটার দূরে সাল্টা প্রদেশে তিন গাড়ির একটি বহর সেতু পার হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। সালটা প্রদেশের প্রতিরক্ষা পরিচালক অ্যাঞ্জেল মারিনারো জানিয়েছেন, সেতু পার হওয়ার সময় তিনটি গাড়ির একটি নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে। তবে কী কারণে গাড়িচালক নিয়ন্ত্রণ হারায়, তা এখনো জানা যায়নি। ২০ মিটার উঁচু সেতু থেকে বাসটি একটি মরা নদীতে পড়ে যায়। স্থানীয় টেলিভিশন ফুটেজে দেখা গেছে, সেখানে উদ্ধারকর্মীরা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। দুর্ঘটনাস্থলে উদ্ধারকর্মীরা গেছে। বাসটিতে ৬০ জন যাত্রী ছিল। বেঁচে যাওয়া পুলিশ সদস্যদের নিকটস্থ হাসপাতালে নেয়া হয়েছে। ‘রোসারিও ডি লা ফ্রনটেরা’ শহরের মেয়র গুস্তাভো সোলিস এসব কথা গণমাধ্যমকে বলেন। ১৫ ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে