মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০১৫, ০৩:৩৮:২৫

মেয়েরা আমাকে ঢুকতে দেয়নি: রাহুল গান্ধী

মেয়েরা আমাকে ঢুকতে দেয়নি: রাহুল গান্ধী

আন্তর্জাতিক ডেস্ক: সম্প্রতি আসাম সফরের সময় বরপেতার মন্দিরে যারা তাকে ঢুকতে বাধা দিয়েছিলেন, তারা আরএসএসের কর্মী বলে সোমবার দাবি করলেন রাহুল গান্ধী। এই ঘটনায় ক্ষুব্ধ কংগ্রেস সহ-সভাপতি বলেন, বিজেপির এই ধরনের 'রাজনীতি' কখনোই সমর্থনযোগ্য নয়। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে দিল্লিতে পার্লামেন্ট হাউজের বাইরে কংগ্রেসের বিক্ষোভের সময় রাহুল গান্ধী সাংবাদিকদের বলেন, আমি আসামে থাকার সময় বরপেতার মন্দিরে যেতে চেয়েছিলাম। কিন্তু, আরএসএস কর্মীরা আমাকে মন্দিরে ঢুকতেই দেননি। এ ভাবেই বিজেপি সবকিছু চালিত করছে। সনিয়া-পুত্রের কথায়, 'বিজেপির উস্কানিতেই মেয়েরা আমার সামনে দাঁড়িয়ে পড়ে। আমি যখন ঢুকতে যাই, মেয়েগুলো সরাসরি পথ আটকে বলে, আমি ভিতরে ঢুকতে পারব না। ওরা আমাকে ঢুকতে না দেওয়ার কে?' গত শুক্রবার বরপেতায় গিয়েছিলেন রাহুল। কংগ্রেসের সহ-সভপতি জানান, পরে বিকেলে তিনি আবার ওই মন্দিরে গিয়েছিলেন। ততক্ষণে আরএসএসের ওই মহিলা কর্মীরা এলাকা ছেড়ে চলে গিয়েছিলেন। আসামের মুখ্যমন্ত্রী তরুণ গগৈ গতকালই দাবি করেছিলেন, বিজেপি ও আরএসএসের কর্মীরাই রাহুল গান্ধীকে মন্দিরে ঢুকতে দেননি। এদিন রাহুল নিজেও একই অভিযোগ করলেন। কেরালার মুখ্যমন্ত্রী ওমান চণ্ডী ইস্যুতেও এদিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও আক্রমণ করেছেন এই কংগ্রেস নেতা। কেরালা মুখ্যমন্ত্রীকে কোল্লামের অনুষ্ঠানে আমন্ত্রণ না-জানিয়ে নরেন্দ্র মোদী কেরেলার মানুষকে অপমান করেছেন বলেই দাবি তার। ১৫ ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে