মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০১৫, ০৪:৫৪:৪৩

ভারতীয়দের নিয়ে অপমানজনক কার্টুন আঁকলো অস্ট্রেলিয়া

ভারতীয়দের নিয়ে অপমানজনক কার্টুন আঁকলো অস্ট্রেলিয়া

আন্তর্জাতিক ডেস্ক : ভারতীয়রা বরাবরই অপছন্দের তালিকায় অস্ট্রেলিয়ানদের| বর্ণবিদ্বেষ থেকে অস্ট্রেলিয়ায় হত্যা করা হয়েছে বহু ভারতীয়কে| আবারও অস্ট্রেলিয়ানদের বর্ণবিদ্বেষের নজির দেখল সবাই| ভারতীয়দের নিয়ে অপমানজনক কার্টুন এঁকে 'রেসিস্ট' তকমা জুটলো অস্ট্রেলিয়ায় এক বহুল প্রচলিত দৈনিকের| একটি ভারতীয় পরিবার সোলার প্যানেল ভেঙ্গে চাটনি দিয়ে খাবার তোড়জোড় করছেন, এমনটাই দর্শানো হয়েছে ওই কার্টুনটিতে| এই কার্টুন ঘিরেই বিতর্কের ঝড় উঠেছে সর্বত্র| সোশ্যাল নেটওয়ার্কিং সাইট থেকে শুরু করে শিক্ষামহল, প্রত্যেকেই এই ঘটনাকে ঘোরতর বর্ণবিদ্বেষী আখ্যা দিয়েছেন| প্রসঙ্গত প্যারিসে জলবায়ু সন্মেলন চলাকালীন, ভারত উন্নয়নশীল দেশগুলির তরফে উন্নত দেশগুলির থেকে সাহায্য কামনা করে| শুধু তাই নয় ভারতের পক্ষ থেকে 'ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স' গঠনেরও আর্জি জানানো হয়| জলবায়ু সন্মেলনে এমন একটি গুরুত্ত্বপূর্ণ পদক্ষেপ নেওয়ার পর এবং গত বেশ কয়েক বছরে ভারতের প্রযুক্তিগত উন্নতির কথা প্রকাশ হওয়ার পরেও ভারতকে অশিক্ষিত ও নির্বোধ প্রমাণের চেষ্টা করতে গিয়ে কার্যত নিজের ঘরেই বিরোধ বাঁধিয়ে বসলো অস্ট্রেলিয়া| ১৫ ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে