বুধবার, ১৭ এপ্রিল, ২০১৯, ০৪:৩৭:৩৪

গির্জায় অগ্নিকাণ্ড নিয়ে যা বললেন এরদোগান

গির্জায় অগ্নিকাণ্ড নিয়ে যা বললেন এরদোগান

আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থিত ৮৫০ বছরের পুরনো নটর ডেম ক্যাথেড্রালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর মর্মাহত হয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান।

মঙ্গলবার টুইট বার্তায় বলেন, নটর ডেম ক্যাথিড্রাল প্যারিসের মানবতার সাধারণ ঐতিহ্যের প্রতীক। এ অগ্নিকাণ্ডের ঘটনায় আমারা গভীরভাবে মর্মাহত হয়েছি।

স্থানীয় সময় সোমবার বিকালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন লাগার ৯ ঘণ্টা পর দমকলকর্মীরা নটর ডেম ক্যাথেড্রালের আগুন নেভাতে সক্ষম হয়। এতে এক দমকলকর্মী গুরুতর আহত হয়েছেন বলেও খবর পাওয়া গেছে। খবর বিবিসির।

দেশটির ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন লাগার কারণ এখনও পরিষ্কার নয়। ধারণা করা হচ্ছে, সংস্কারকাজ করার সময় কোনোভাবে ভবনটিতে আগুন ধরে যায়।

প্যারিসের মেয়র আন্নে হিদালগো এটিকে ভয়ঙ্কর আগুন বলে বর্ণনা করেছেন। তিনি সবাইকে নিরাপদ দূরত্বে অবস্থান করতে বলেছেন। কর্তৃপক্ষের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়, আগুন লাগার পরপরই ভবনটি ঘিরে ফেলা হয়েছে।

এর পর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। যুক্তরাজ্যের গণমাধ্যম টেলিগ্রাফের খবরে বলা হয়, গির্জাটির ওপরের দিকের অংশ আগুনে পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। দুটি বেল টাওয়ারেই আগুন দূর থেকেও পরিষ্কার দেখা গেছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে