বুধবার, ১৭ এপ্রিল, ২০১৯, ০৮:৩৩:৫১

মুসলিমরা একজোট হলে বিজেপি দেশ ছেড়ে পালাবে: সিধু

মুসলিমরা একজোট হলে বিজেপি দেশ ছেড়ে পালাবে: সিধু

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের লোকসভা নির্বাচনের প্রচার-যুদ্ধ যত জমে উঠছে, ততই বিতর্কিত মন্তব্যের পাহাড় তৈরি হচ্ছে। এই ‘অসুখ’ থেকে বাদ পড়ছেন না কেউই। এবার তালিকায় নাম লেখালেন আরও একজন– তিনি কংগ্রেস নেতা নভজ্যোৎ সিং সিধু। তিনি বরাবরই বিতর্কিত চরিত্র। এবার লোকসভা ভোটের মুখেও তাঁর বহিঃপ্রকাশ ঘটল।

ভারতীয় জনতা পার্টিকে পরাস্ত করতে মুসলিমদের আহ্বান জানান সিধু। তিনি বলেন, মুসলিমরা একজোট হলে বিজেপি পালিয়ে যাবে। মুসলিমরা কংগ্রেসে ভোট দিলে বিশ্বের কোনও শক্তি তাদের হারাতে পারবে না, ভোট প্রচারে গিয়ে এমনই বার্তা দিলেন নভজ্যোৎ সিং সিধু।

বিহারের বলরামপুরে একটি জনসভায় সিধু বলেন, ‘সমস্ত মুসলিম একজোট হোন। বিজেপিকে একটি ভোটও নয়। ভোট দিন কংগ্রেসকে। তাহলেই বিজেপিকে বিদায় ঘণ্টা বেজে যাবে। তারা দেশ ছেড়েই পালাবে। মুসলিমরা একজোট হলে কংগ্রেসকে হারাতে পারবে না বিজেপি।’

তাঁর কথায়, এখানে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ। শতকরা ৬২ শতাংশ মুসলিম ভোটার। তাহলে ভাবনা কেন। আপনারা সবাই এক হলেই বিজেপির হার কে আটকায়। বিশ্বের কোনও শক্তিও বিজেপিকে জেতাতে পারবে না। তাই আপনারা এক হন, বিজেপিতে বিদায় দিন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে