মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০১৫, ০৬:০৪:৫১

জীবন বাঁচালো পকেটমার!

জীবন বাঁচালো পকেটমার!

আন্তর্জাতিক ডেস্ক : মেট্রো স্টেশনে এক মদ্যপ ব্যক্তি বসেছিলেন ট্রেন ধরবেন বলে। রাতের সেই সময়টা স্টেশন চত্বর বেশ শুনশানও ছিল। মদ্যপ ওই ব্যক্তি স্টেশনের একটি চেয়ারে হেলান দিয়ে অপেক্ষা করছিলেন। প্রচুর মদ পান করায় বেসামালও হয়ে পড়ছিলেন মাঝে মাঝে। অনেক ক্ষণ ধরে ওই ব্যক্তিকে আরও এক জন লক্ষ্য করছিল। এক পকেটমার। মদ্যপ লোকটার কাছে থেকে কিছু হাতানো যায় কিনা সেই উদ্দেশ্য নিয়েই এক পা দু’পা করে তার দিকে এগিয়ে যায় পকেটমারটি। লোকটার বাঁ পাশে গিয়ে বসে সে। একটু ভাল করে লক্ষ্য করার পর সটান মদ্যপ লোকটার পকেটে সে হাত ঢুকিয়ে দেয়। টাকার ব্যাগটা তুলে নেওয়ার পরও লোকটার কোনও ভ্রূক্ষেপ লক্ষ্য করলো না পকেটমার! এ বার সে লোকটার ডান পাশে গিয়ে বসলো। পকেট থেকে আরও কিছু জিনিস হাতিয়ে নিল। মালকড়ি যখন হাতের মুঠোয়, তখন দাঁড়িয়ে থেকে আর লাভ কী? এই ভেবেই পকেটমার ধীরে ধীরে হাঁটতে শুরু করল। এক বার থমকে দাঁড়িয়ে পিছু ফিরে তাকাল সে। লোকটা আসছে না তো? লোকটা তার পিছু নেয়নি ঠিকই, কিন্তু সোজা হাঁটা মারলো রেললাইনের দিকে। প্ল্যাটফর্মের ধারে এসে এগোতে গিয়ে লাইনের উপর পড়েও গেল। ঠিক তখনই একটি ট্রেন ঢুকছিল। এ রকম পরিস্থিতি দেখে পকেটমারও হতভম্ব হয়ে গেল। পকেট মারতে গিয়ে যে একবারও ভাবেনি, এই ঘটনাচোখের সমানে দেখে সে নিজেকে ঠিক রাখতে পারলো না। বিবেক যেন তাকে নাড়িয়ে দিয়েছিল। দৌড়ে গিয়ে মদ্যপ লোকটাকে রেললাইন থেকে সরিয়ে নিল। যে পকেট মারল, সেই আবার প্রাণ বাঁচাল! পুরো ঘটনাটা ফ্রান্সের একটি স্টেশনের। সিসিটিভি ফুটেজে এই ছবি ধরা পড়ার পরই পকেটমারের খোঁজ শুরু হয়। ঘটনার ফুটেজটি সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হয়ে যায়। ১৫ ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে