মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০১৫, ০৮:২২:৪৮

আইএস জঙ্গিতে যোগ দিল ইসরাইলি সেনা

আইএস জঙ্গিতে যোগ দিল ইসরাইলি সেনা

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ায় অবস্থানরত উগ্র সন্ত্রাসী গোষ্ঠী ইসলামী জঙ্গি সংগঠন আইএসে এবার যোগ দিয়েছে সাবেক ইসরাইলি সেনা। ইহুদিবাদী ইসরাইলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা ‘শিন বেত’ রোববার এক বিবৃতিতে জানিয়েছে, “এই প্রথম আইএসে কোনো ইসরাইলি সেনা যোগ দিল।” ইসরাইলি গোয়েন্দা সংস্থাটির বিবৃতিতে বলা হয়েছে, সাবেক ওই আরব-ইসরাইলি সেনা জঙ্গি সংগঠন আইএসে যোগ দেয়ার জন্য এক বছর আগে তুরস্কের সিমান্ত হয়ে সিরিয়া প্রবেশ করে। গোয়েন্দা সংস্থাটি ওই সেনার পরিচয় উল্লেখ না করে বলেছে, ইসরাইলের উত্তরাঞ্চলীয় গ্যালিলি এলাকার একটি আরব গ্রামের অধিবাসী ছিল অবৈধ রাষ্ট্রটির পদাতিক ব্রিগেড ‘গিওয়াতি’র এই সাবেক সদস্য। এমন সময় আইএসে সাবেক ইসরাইলি সেনার যোগ দেয়ার খবর এল যখন সিরিয়ায় তৎপর তাকফিরি সন্ত্রাসীদেরকে সমরাস্ত্র ও চিকিৎসা সেবা দিয়ে সাহায্য করছে তেল আবিব। ইসরাইল গত তিন বছরে অন্তত ২,০০০ আহত তাকফিরি সন্ত্রাসীকে চিকিৎসা দিয়েছে এবং এ কাজে তেল আবিবের খরচ হয়েছে প্রায় এক কোটি ৩০ লাখ ডলার। সিরিয়া সরকার অভিযোগ করেছে, ইহুদিবাদী ইসরাইল ও পশ্চিমা দেশগুলোর পাশাপাশি তাদের আঞ্চলিক মিত্র দেশগুলো সিরিয়ায় তৎপর তাকফিরি সন্ত্রাসীদের পৃষ্ঠপোষকতা দিচ্ছে। এ পর্যন্ত সিরিয়ার সেনাবাহিনী আইএস জঙ্গিদের কাছ থেকে বিপুল ইসরাইলি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে। ১৫, ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমইউ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে