যে দেশে নির্মান হচ্ছে প্রথম সিনেমা হল
আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবে এই প্রথম চালু হতে চলেছে সিনেমা হল। সৌদির রাজধানী রিয়াধেই দেশের এই প্রথম সিনেমা হলটি চালু হবে। ইতি মধ্যে সিনেমা হল নির্মাণের জন্য প্রাথমিক চুক্তি স্বাক্ষর হয়ে গিয়েছে। শীঘ্রই নির্মাণের কাজ শুরু হয়ে যাবে বলে সালমান আবদুল্লাজিজের প্রশাসন সূত্রে জানানো হয়েছে।
জানা গিয়েছে, মূলত ধর্মীয় কারণেই এতদিন কোনও সিনেমা হল সৌদি আরবে নির্মিত হয়নি। তবে সৌদির নতুন প্রজন্মের তরুনরা বিগত কয়েক বছর ধরেই দেশে সিনেমা হল তৈরীর জন্য প্রচার চালাচ্ছিল। সম্প্রতি মিউনিসিপ্যাল নির্বাচনে মহিলাদের ভোট দেওয়া এবং ভোটে লড়ার অধিকার স্বীকৃত হওয়ার পর সিনেমা হল চালু করার সিদ্ধান্ত নিল সৌদি আরবের প্রশাসন। ইতিমধ্যে সিনেমা থিয়েটার নির্মাণের জন্য প্রাথমিক চুক্তি স্বাক্ষরিত হয়ে গিয়েছে। শীঘ্রই নির্মাণের কাজ শুরু হবে বলে এদিন প্রশাসনের তরফে ঘোষণা করা হয়। ইসলাম ও সৌদি আরবের ঐতিহ্য মেনেই সিনেমা হলটি নির্মিত হবে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে।
১৫, ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমইউ