শুক্রবার, ১৯ এপ্রিল, ২০১৯, ০৩:২০:১৫

ভুল করে বিজেপিকে ভোট করায় নিজের আঙুলই কেটে ফেললেন পবন!

ভুল করে বিজেপিকে ভোট করায় নিজের আঙুলই কেটে ফেললেন পবন!

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের লোকসভা নির্বাচনে গতকাল দ্বিতীয় দফায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।  ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৯৫টি আসনে নিজেদের পছন্দের প্রার্থী বেছে নিতে ভোট দেন দেশটির জনগণ।  ভোট শুরুর পর থেকেই বেশ কয়েকটি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) নিয়ে জটিলতা দেখা দেয়।  সে জটিলতায় পড়েন ভারতের বহুজন সমাজ পার্টির এক সমর্থক।

ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজের প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল বৃহস্পতিবার উত্তরপ্রদেশের বুলন্দশহর জেলার শিকারপুরের আবদুল্লাপুর হালসানা গ্রামের এক কেন্দ্রে ভোট দিতে যান পবন কুমার।  কিন্তু ইভিএম মেশিন ব্যবহার করতে গিয়েই ঘটে বিপত্তি।  নিজের পছন্দের দলের প্রতীক হাতির বোতাম টিপতে গিয়ে ভুল করে ভারতীয় জনতা পার্টির পদ্মে চাপ দেন তিনি।  ফলে জোট প্রার্থী যোগেশ ভার্মার জায়গায় ভোট গিয়ে পড়ে বিজেপি প্রার্থী ভোলা সিংয়ের ঝুলিতে।

এলাকাবাসীর বক্তব্য, এতে খুবই অনুতপ্ত হয়ে পড়েন পবন।  শুধু তাই নয়, বাড়িতে এসে কাস্তে দিয়ে নিজের বাঁ হাতের আঙুল কেটে ফেলেন পবন। তবে অনুতাপ, নাকি কোনো চাপে পড়ে তিনি এ কাজ করেছেন তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।  এ নিয়ে অবশ্য তিনি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে