আবারো প্যারিসে আইএস হামলা
আন্তর্জাতিক ডেস্ক : ১৩/১১ হামলার আতঙ্কের রেশ যেতে না যেতেই আবারো আইএসের নাম উঠে এল প্যারিসে। ইসলামী জঙ্গি সংগঠন আইএসের এর নাম নিয়ে এবার শিক্ষকের উপর হামলা চালাল এক যুবক।
সোমবার একটি কিন্ডারগার্টেনের শিক্ষকের উপর আচমকা হামলা চালায় ওই যুবক। হামলা চালানোর সময় আইএসের নাম নিয়ে চীৎকার করছিল মুখোশ পরা ওই যুবক। ওই শিক্ষক তখন ক্লাসে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। শিক্ষকের উপর হামলোকে আইএসের সতর্কবার্তা বলে উল্লেখ্য করেছে ওই যুবক। প্যারিসের স্থানিয় সময় সকাল ৭টা নাগাদ এই হামলা চালানো হয়।
এছাড়া জানা যায়, স্কুলটি যে এলাকায় অবস্থিত সেখানেই মাসখানেক আগে খুন করা হয় প্যারিস হামলার মাস্টারমাইন্ডকে। আশঙ্কাজনক অবস্থায় আহত শিক্ষকে হাসপাতালে নেওয়া হয়েছে। তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। পুলিশ ওই হামলাকারীর খোঁজে তল্লাশি শুরু করেছে। ওই এলাকাতেই লুকিয়ে ছিল প্যারিস হামলার মাস্টারমাইন্ড আব্দেল্ললাহ আবাউদ। এলাকা জুড়ে নিরাপত্তা তুঙ্গে
প্রসঙ্গত, আইসের ফরাসি ভাষার পত্রিকা দার-আল-ইসলামের নভেম্বরের সংস্করণে সব শিক্ষক-শিক্ষিকাদের হত্যার বার্তা দেওয়া হয়েছিল। শিক্ষকরা যেহেতু ধর্মনিরপেক্ষতা নিয়ে শিক্ষা দেয় তার জন্য তাদের 'আল্লাহর শত্রু' বলে উল্লেখ করা হয়েছে।
১৩ নভেম্বর প্যারিস হামলার পর থেকেই শহর জুড়ে নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়েছে। তার মধ্যেই এই ধরনের ঘটনা ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্কিত সাধারণ মানুষ।
১৫, ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমইউ