মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০১৫, ১০:৪৮:৫৩

বিহার ও ঝাড়খণ্ডে ভূমিকম্প, কাঁপল আসানসোলও

বিহার ও ঝাড়খণ্ডে ভূমিকম্প, কাঁপল আসানসোলও

আন্তর্জাতিক ডেস্ক: বিহার ও ঝাড়খণ্ডে ভূমিকম্প। কম্পনের উত্সস্থল, ঝাড়খণ্ডের দেওঘর। রিখ্টার স্কেলে কম্পনের মাত্রা ৪ দশমিক ২। মঙ্গলবার সকাল ৮টা বেজে ৩৫ মিনিটে কম্পন অনুভূত হয় বলে জানিয়েছেন ভূবিজ্ঞানীরা। কম্পন স্থায়ী হয় ৫-৬ সেকেন্ড। এতে ঝাড়খণ্ডের দেওঘর, দুমকা, জামতাড়াসহ আসানসোলও কেঁপে ওঠে। তবে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনও বিস্তারিত খবর জানা যায়নি। এই ভূমিকম্পের প্রভাব পড়েছে গোটা ঝাড়খণ্ডে। কম্পন টের পাওয়া গিয়েছে বিহারের কয়েকটি এলাকাতেও। কেঁপে উঠেছে আসানসোল-জামুরিয়াও। আতঙ্কে বাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসতে দেখা যায় অনেককে। ১৫ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪ডটকম/জুবায়ের রাসেল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে