বুধবার, ২৪ এপ্রিল, ২০১৯, ০১:০৯:৪৮

ভয়াবহ হামলার শিকার হওয়ার দুই ঘণ্টা আগেই শ্রীলংকাকে সতর্ক করেছিল ভারত

ভয়াবহ হামলার শিকার হওয়ার দুই ঘণ্টা আগেই শ্রীলংকাকে সতর্ক করেছিল ভারত

আন্তর্জাতিক ডেস্ক: ভয়াবহ হামলার শিকার হওয়ার দুই ঘণ্টা আগেই শ্রীলংকার গোয়েন্দা সংস্থাকে সতর্ক করেছিল ভারতীয় গোয়েন্দা সংস্থা।শ্রীলংকার নিরাপত্তা বাহিনী ও ভারত সরকারের একটি সূত্রের বরাত দিয়ে মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সের এক বিশেষ প্রতিবেদনে এতথ্য জানানো হয়েছে।

রোববার ইস্টার সানডের সকালে দেশটির রাজধানী কলম্বোসহ আশেপাশের এলাকায় প্রথমে তিনটি গির্জা ও তিনটি হোটেলে এবং দুপুরে পৃথক দুই জায়গায় ওই হামলা হয়।হামলায় ৩২১ জন নিহত ও ৫০০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। এরই মধ্যে হামলার দায় স্বীকার করেছে ইসলামিক জঙ্গি সংগঠন (আইএস)।

রয়টার্স জানায়, গির্জায় হামলার দুই ঘণ্টা আগে ভারতের গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা শ্রীলংকার গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেন। হামলার বিয়ষে এ সময় তাদের সতর্ক করেন তারা।

শ্রীলংকার নিরাপত্তা বাহিনীর একটি সূত্র এবং ভারতের গোয়েন্দা সংস্থার একটি সূত্র এতথ্য নিশ্চিত করেছে বলেও রয়টার্সের প্রতিবেদেন বলা হয়। দেশটির নিরপত্তা বাহিনীর আরেকটি সূত্র জানিয়েছে, প্রথম হামলার ঘণ্টাখানেক আগে একটি সতর্কবার্তা পাঠানো হয়েছিল শ্রীলংকার গোয়েন্দা সংস্থাকে।

কোনও কর্মকর্তা নাম না উল্লেখ করে রয়টার্স বলছে, শ্রীলংকার নিরাপত্তা বাহিনীর একটি সূত্র জানিয়েছে- হামলার আগের রাতে অর্থাৎ শনিবার রাতে ওই হামলা সম্পর্কে শ্রীলংকাকে সতর্ক করেছিল ভারত।

ভারতের গোয়েন্দা সংস্থার একটি সূত্রের বরাত দিয়ে রয়টার্সের প্র্রতিবেদনে বলা হয়েছে, হামলার দিন শ্রীলংকাকে যে ধরনের সতর্কবার্তা পাঠানো হয়েছিল; প্রায় একই ধরনের সতর্কবার্তা পাঠানো হয়েছিল ৪ এবং ২০ এপ্রিলও।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে