বুধবার, ২৪ এপ্রিল, ২০১৯, ০৬:১৬:৩২

শ্রীলঙ্কার পুলিশ প্রধান ও প্রতিরক্ষা মন্ত্রীকে পদত্যাগের আদেশ

শ্রীলঙ্কার পুলিশ প্রধান ও প্রতিরক্ষা মন্ত্রীকে পদত্যাগের আদেশ

আন্তর্জাতিক ডেস্ক : শ্রীলঙ্কার পুলিশ প্রধান ও প্রতিরক্ষা মন্ত্রীকে পদত্যাগ করতে বলেছেন দেশটির রাষ্ট্রপতি মাইথ্রিপালা সিরিসেনা। রোববার দেশটির গীর্জা ও অভিজাত হোটেলে সিরিজ হামলার দায় মাথায় নিয়ে এ পদত্যাগের আদেশ দেন রাষ্ট্রপতি। 

এ হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন ৩৫৯ জন। এ ছাড়া আহত হয়েছেন আরও ৫০০ জন যাদের মধ্যে গুরুতর অবস্থায় রয়েছেন বেশ কয়েকজন। প্রতিদিনই মৃতের সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়ে চলছে। 

এ হামলার পর দেশটির গোয়েন্দা বাহিনীর ব্যর্থতা প্রকাশ্যে চলে আসে। হামলার ১০দিন পূর্বেই তথ্য থাকার পরও হামলা ঠেকাতে ব্যর্থ হয় শ্রীলঙ্কার গোয়েন্দারা। এর দায় নিয়ে অবিলম্বে দেশটির পুলিশ প্রধান ও প্রতিরক্ষামন্ত্রীর পদত্যাগ করতে বলেছেন সিরিসেনা। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে