বুধবার, ২৪ এপ্রিল, ২০১৯, ০৬:৩২:৩১

শ্রীলঙ্কায় সন্ত্রাসবাদ দমনে সহায়তা করবে পাকিস্তান : লঙ্কান প্রধানমন্ত্রীকে ফোনে ইমরান খান

শ্রীলঙ্কায় সন্ত্রাসবাদ দমনে সহায়তা করবে পাকিস্তান : লঙ্কান প্রধানমন্ত্রীকে ফোনে ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক : গত রোববার শ্রীলঙ্কায় ভয়াবহ সিরিজ বোমা হামলায় ৩৫৯ জন নিহতের ঘটনায় সমবেদনা জানাতে দেশটির প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের সঙ্গে কথা বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

বুধবার দু’দেশের প্রধানমন্ত্রীর মধ্যে এ ফোনালাপ অনুষ্ঠিত হয় বলে পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ডা. মোহা. ফায়সাল জানিয়েছেন। রনিল বিক্রমাসিংহের সঙ্গে ফোনালাপে ইমরান খান নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

শ্রীলঙ্কার এই গভীর সংকটে পাকিস্তান তাদের পাশে আছে জানিয়ে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীকে ইমরান বলেন, ভয়াবহ এ হামলায় এত মানুষের মূল্যবান প্রাণহানিতে পাকিস্তানের জনগণ খুবই উদ্বিগ্ন। এ দুঃসময়ে আমরা শ্রীলংকার ভাইদের কাঁধে কাঁধ মিলিয়ে চলতে চাই। 

সন্ত্রাসীরা বিশ্ব নিরাপত্তার জন্য হুমকি উল্লেখ করে পাক প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাসীদের কোনো ধর্ম ও দেশ নেই। তারা পুরো বিশ্বের নিরাপত্তার জন্য হুমকি। শ্রীলঙ্কায় সন্ত্রাসীদের দমনে যে কোনো পদক্ষেপে পাকিস্তান সহায়তা করবে বলেও শ্রীলঙ্কান প্রধানমন্ত্রীকে ইমরান খান আশ্বস্ত করেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে