বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০১৯, ১২:৫৩:৩৪

যুক্তরাষ্ট্র ক্ষমা চাইলে আলোচনায় বসবে ইরান: হাসান রুহানি

যুক্তরাষ্ট্র ক্ষমা চাইলে আলোচনায় বসবে ইরান: হাসান রুহানি

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সঙ্গে আলোচনার আগে যুক্তরাষ্ট্রকে চাপ উঠিয়ে ক্ষমা চাইতে হবে বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি।বুধবার রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে রয়টার্স এ খবর জানায়।

ওয়াশিংটনের নিষেধাজ্ঞার ঘোষণার পর মঙ্গলবার নভেম্বরের তুলনায় তেলের দাম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ইরানি তেলের আমদানির ওপর নিষেধাজ্ঞা ছাড় আগামী সপ্তাহে শেষ হবে। আমদানি-রফতানিকারকদের তেহরানের কাছ থেকে ক্রয় করা এবং বিশ্বব্যাপী সরবরাহ আরও কঠিন হয়ে পড়বে।

রুহানি বলেন, আমরা সবসময় আলোচনা ও কূটনীতির জন্য একজন মানুষ হয়েছি, একই ভাবে আমরা যুদ্ধ ও প্রতিরক্ষার জন্যও হয়েছি। আলোচনা একভাবে সম্ভব যদি চাপ উঠিয়ে তারা তাদের অবৈধ কার্যকলাপের জন্য ক্ষমা চেয়ে পারস্পরিক সম্মনবোধ দেখায়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে